
পাংশায় ট্রেনের ধাক্কায় ব্যবসায়ী নিহত
প্রকাশ: ২৩ মার্চ ২৩ । ১২:০৫ | আপডেট: ২৩ মার্চ ২৩ । ১২:০৫
রাজবাড়ী প্রতিনিধি

প্রতীকী ছবি
রাজবাড়ীর পাংশা উপজেলার কুড়াপাড়ায় অরক্ষিত রেলক্রসিংয়ে ট্রেনের ধাক্কায় ডেকোরেটর ব্যবসায়ী আব্দুর রাজ্জাক মুন্সী (৫৫) নিহত হয়েছেন। আজ বৃহস্পতিবার সকাল সাড়ে ৯টার দিকে এ ঘটনা ঘটে। পাংশা উপজেলা পরিষদ এলাকায় তার ডেকোরেটরের দোকান রয়েছে। তিনি একই এলাকার আব্দুল হাই মুন্সীর ছেলে।
রাজবাড়ী রেলওয়ে ও স্থানীয় সূত্র জানায়, পাংশা শহর থেকে মোটরসাইকেলে বাড়িতে ফিরছিলেন ব্যবসায়ী রাজ্জাক মুন্সী। উপজেলার কুড়াপাড়ায় অরক্ষিত রেলক্রসিং অতিক্রম করার সময় গোপালগঞ্জের গোবরা থেকে রাজশাহীগামী আন্তঃনগর টুঙ্গিপাড়া এক্সপ্রেসের ধাক্কায় তিনি ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
রাজবাড়ী জিআরপি থানার এসআই শহিদুল ইসলাম জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে রওনা হয়েছে। এ বিষয়ে আইনগত পদক্ষেপ নেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com