৫৮ টাকার মুরগি বাচ্চা ৯০ টাকায় বিক্রি, ব্যবসায়ীদের জরিমানা

প্রকাশ: ২৩ মার্চ ২৩ । ১২:২৯ | আপডেট: ২৩ মার্চ ২৩ । ১২:২৯

কালীগঞ্জ(ঝিনাইদহ) প্রতিনিধি

প্রতীকী ছবি

ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলায় ৫৮ টাকা মূল্যের এক দিনের মুরগির বাচ্চা ৯০ টাকায় বিক্রির অভিযোগে দুই ব্যবসায়ীকে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। বুধবার বিকেলে সেতু পোল্ট্রি ফিড প্রতিষ্ঠানকে ৫ হাজার ও আক্তার পোল্ট্রি ফিড প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা জরিমানা করা হয়। 

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) হাবিবুল্লাহ হাবিব ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। এসময় উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. রেজাউল করিম, এলএফএ মনিরুল ইসলাম ও সিইএ বিপ্লব হোসেন।

উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা জানান, বেশ কয়েকদিন ধরে খামারিরা অভিযোগ করছেন বাজারের ব্যবসায়ীরা ৫৮ টাকার মুরগি বাচ্চা ৯০ টাকায় বিক্রি করছেন। এমন অভিযোগের ভিত্তিতে অভিযান চালানো হয়। এ সময় একদিনের মুরগির বাচ্চার প্যাকেটে খামারি পর্যায়ে বিক্রয়মূল্য লেখা রয়েছে ৫৮ টাকা। কিন্তু ব্যবসায়ীরা বিক্রি করছেন ৯০ টাকা। দাম বেশি নেওয়ায় আদালত ওই দুই প্রতিষ্ঠানের মালিককে জরিমানা করেন। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com