মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

প্রকাশ: ২৩ মার্চ ২৩ । ১৪:১৭ | আপডেট: ২৩ মার্চ ২৩ । ১৪:১৭

সমকাল প্রতিবেদক

গ্রেপ্তার মো. আব্দুল খালেক তালুকদার।

একাত্তরে মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত পলাতক আসামি মো. আব্দুল খালেক তালুকদারকে (৭৩) গ্রেপ্তার করেছে পুলিশের এন্টি টেররিজম ইউনিট (এটিইউ)। 

বুধবার রাতে রাজধানীর কেরানীগঞ্জ এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আব্দুল খালেক নেত্রকোনার পূর্বধলা উপজেলার মৃত রুস্তম আলী তালুকদারের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন এন্টি টেররিজম ইউনিটের পুলিশ সুপার (মিডিয়া অ্যান্ড অ্যাওয়ারনেস উইং) আসলাম খান।

তিনি বলেন, মামলা হওয়ার পর থেকে আত্মগোপনে ছিলেন আব্দুল খালেক। দীর্ঘ সাত বছর পলাতক থাকার পর তার অনুপস্থিতিতে ট্রাইবুন্যাল ২০১৯ সালের ২৮ মার্চ রায় ঘোষণা করেন। রায়ে তিনিসহ অন্যান্যদের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইবুন্যাল) আইন ১৯৭৩ এর ৩ ধারায় মানবতার বিরুদ্ধে অপরাধ ও গণহত্যার সাতটি অভিযোগ প্রমাণিত হয়। রায়ে আরও চার পলাতক আসামিসহ আব্দুল খালেক তালুকদারকে মৃত্যুদণ্ড দেওয়া হয়। তার বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com