
ময়মনসিংহে অগ্নিকাণ্ডে পুড়ল শতাধিক দোকান
প্রকাশ: ২৩ মার্চ ২৩ । ১৬:০১ | আপডেট: ২৩ মার্চ ২৩ । ১৬:০৩
ময়মনসিংহ প্রতিনিধি

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেন জেলা প্রশাসন। ছবি: সমকাল
ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটা ঘটেছে। এতে ৯৩টি দোকান পুড়ে গেছে। ফায়ার সার্ভিসের ১২টি ইউনিট ৩ ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। বুধবার রাত পৌনে ১১টার দিকে এ ঘটনা ঘটে।
স্থানীয় বাসিন্দারা জানান, বুধবার রাত পৌনে ১১টার দিকে উপজেলার শ্যামগঞ্জ বাজারের শম্ভুর হোটেলে প্রথম ধোঁয়া উঠতে দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন আশপাশের দোকানগুলোতে ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দা, পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা আগুন নেভানোর চেষ্টা করেন। তবে কাছাকাছি পানির উৎস না থাকায় আগুন নিয়ন্ত্রণ আনতে বেগ পেতে হয়।
ময়মনসিংহ ফায়ার সার্ভিসের সহকারী পরিচালক মে. মাসুদ সরদার বলেন, খবর পেয়ে ময়মনসিংহ ও নেত্রকোণা জেলার ফায়ার সার্ভিসের বারোটি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা শুরু করে। তিন ঘণ্টার চেষ্টায় রাত দুইটার দিকে আগুন নিয়ন্ত্রণে আসে। তবে থেমে থেমে ধোঁয়া বের হওয়ায় আজ বৃহস্পতিবার বিকেল পর্যন্ত ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে অবস্থান করছে। কীভাবে এ অগ্নিকাণ্ডের ঘটনাটি ঘটেছে, তা যাচাই-বাছাই শেষে বলা যাবে।
আব্দুস সালাম নামের স্থানীয় এক ব্যবসায়ী জানান, বন্ধ একটি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়ে তা দ্রুত ছড়িয়ে পড়ে। এতে বহু দোকান পুড়ে গেছে।
অগ্নিকাণ্ডের খবর শুনে বৃহস্পতিবার সকালে স্থানীয় সংসদ সদস্য মো. নাজিম উদ্দিন আহমেদ, ময়মনসিংহ জেলা প্রশাসক মো. মোস্তাফিজার রহমানসহ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। ওই সময় জেলা প্রশাসক ক্ষতিগ্রস্তদের সহায়তার আশ্বাস দেন।
গৌরীপুরের উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফৌজিয়া নাজনীন বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের তালিকা করে জেলা প্রশাসনের কাছে পাঠানো হচ্ছে। তাদের সহায়তা করা হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com