নজরদারিতে আছেন আরাভ খান: পররাষ্ট্র মন্ত্রণালয়

প্রকাশ: ২৩ মার্চ ২৩ । ১৮:৫৯ | আপডেট: ২৩ মার্চ ২৩ । ১৯:০১

কূটনৈতিক প্রতিবেদক

রবিউল ইসলাম ওরফে আরাভ খান

পুলিশ পরিদর্শক মামুন হত্যা মামলার আসামি রবিউল ইসলাম ওরফে আরাভ খান সংযুক্ত আরব আমিরাতে নজরদারিতে রয়েছেন বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়।

আজ বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ের সাপ্তাহিক ব্রিফিংয়ে একথা জানানো হয়। এদিন ব্রিফিংয়ে সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন।

তিনি বলেন, 'আমরা যত দূর জানি আরাভ খান এখন পর্যন্ত নজরদারিতে আছেন। তাঁকে গ্রেপ্তার করা হয়নি বলে আমরা জানি।'

স্বরাষ্ট্র মন্ত্রণালয় আরাভ খানের ব্যাপারে সহযোগিতা চেয়েছে কি-না— এমন প্রশ্নের জবাবে সেহেলি সাবরিন বলেন, 'আরাভের বিষয়ে  স্বরাষ্ট্র মন্ত্রণালয় এখন পর্যন্ত আমাদের কাছে কোনো সহায়তা চায়নি। তবে স্বরাষ্ট্র মন্ত্রণালয় যদি আমাদের কাছে কোনো সহায়তা চায় বা আমাদের দূতাবাসের সহায়তা চায়, তাহলে অবশ্যই আমরা স্বরাষ্ট্র মন্ত্রণালয়কে তথ্য দিয়ে সহায়তা করব।'

তিনি বলেন, এ বিষয়ে দূতাবাস যোগাযোগ রাখছে এবং তথ্য চাওয়া হলে আমরা তথ্য প্রদান করব।'

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com