চি‌কিৎসকরা ক্ষ‌তিগ্রস্ত, আমলারা করছে লুটপাট: জি এম কাদের

প্রকাশ: ২৩ মার্চ ২৩ । ২০:৩৫ | আপডেট: ২৩ মার্চ ২৩ । ২০:৩৫

সমকাল প্রতি‌বেদক

জি এম কাদের- ফাইল ছবি

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান জি এম কাদের বলেছেন, স্বাস্থ্যখাত দুর্নীতির বড় আখড়া। দুর্নীতিতে ক্ষতিগ্রস্থ হচ্ছেন চিকিৎসকরা। আর স্বাস্থ্যখাতের আমলা ও ব্যবসায়ীরা শত কোটি টাকা লুটপাট করে বিদেশে পাচার করছে। 

বৃহস্প‌তিবার জাপার বনানী কার্যাল‌য়ে জাতীয় চি‌কিৎসক প‌রিষদের আত্মপ্রকাশ অনুষ্ঠা‌নে এসব কথা ব‌লেন বি‌রোধীদলীয় উপ‌নেতা জি এম কা‌দের। অনুষ্ঠা‌নে চিকিৎসা বিজ্ঞানী ডাঃ জাহিদুল বারীর নেতৃত্বে শতাধিক চিকিৎসক তার হাতে ফুল দিয়ে জাপায় যোগ দেন। 

জি এম কা‌দের ব‌লেন, করোনা মোকাবেলার সাফল্যে বাংলা‌দেশ সরকার পুরস্কার পে‌য়ে‌ছে! বিদেশ থেকে পুরুস্কার কীভাবে আসে আমরা তা জানি। দেশের মানুষ কী আপনাদের পুরুস্কার দিয়েছে? বিদেশী প্রাইজের কথা বলে দেশের মানুষকে আর বোকা বানানো যাবে না। জাপা চেয়ারম্যান অ‌ভি‌যোগ ক‌রেন, দ‌লে যোগ দেওয়া চি‌কিৎসক‌দের নানাভা‌বে বাধা দেওয়া হ‌য়ে‌ছে। তিনি বলেন, সংবিধান রাজনীতির অধিকার দিয়েছে।

জাতীয় পার্টি রিচার্স এন্ড ডেভেলপমেন্ট উইং এর আহবায়ক মনিরুল ইসলাম মিলনের সভাপতিত্বে জাপা মহাস‌চিব মুজিবুল হক চুন্নু বলেন, রুপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের চেয়ে প্রতিটি উপজেলায় বিশেষায়িত হাসপাতাল জরুরি। 

অনুষ্ঠা‌নে আরও বক্তৃতা ক‌রেন জাপার কো-চেয়ারম্যান সৈয়দ আবু হোসেন বাবলা, প্রেসিডিয়াম সদস্য শফিকুল ইসলাম, জাপা চেয়ারম্যানের উপদেষ্টা ডা. মোস্তাফিজুর রহমান আকাশ, কর্ণেল (অব.) তসলিম উদ্দিন, ড. জাফর সিদ্দিকী। যোগদানকারীদের মধ্যে বক্তৃতা ক‌রেন ডাঃ জাহিদুল বারী, ডাঃ মোস্তাকিমুল ইসলাম, ডা. খালেদ সুফিয়ান প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com