
সড়ক দুর্ঘটনায় চিকিৎসকসহ ২ মোটরসাইকেল আরোহী নিহত
প্রকাশ: ২৩ মার্চ ২৩ । ২২:০২ | আপডেট: ২৩ মার্চ ২৩ । ২২:০২
মাগুরা প্রতিনিধি

ফাইল ছবি
মাগুরার শালিখায় সড়ক দুর্ঘটনায় এক দন্ত চিকিৎসকসহ দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। বৃহস্পতিবার রাত সোয়া ৮টার দিকে উপজেলার আড়পাড়া বাজার এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- শালিখা উপজেলার জুনারী গ্রামের নুর মোহাম্মদের ছেলে শাহাবুর রহমান (৪০) ও একই এলাকার শামিমুর রহমানের ছেলে শাকিব আহমেদ (২৭)। শাহাবুর রহমান পেশায় একজন দন্ত চিকিৎসক।
মাগুরার শালিখা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোশারফ হোসেন জানান, শাহাবুর ও শাকিব আড়পাড়া বাজার থেকে মোটরসাইকেল দিয়ে নিজ বাড়ি জুনারী গ্রামে ফিরছিলেন। তারা আড়পাড়া বাজারের আধা কিলোমিটার দূরে দাউদ মুন্সির রাইস মিলের সামনে পৌঁছালে ট্রাক ও কার্ভাড ভ্যানের সঙ্গে মোটরসাইকেলটির সংঘর্ষ হয়। এ সময় ট্রাকের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলেই তারা দুইজন মারা যান।
তিনি জানান, পুলিশ দুর্ঘটনা কবলিত ট্রাক ও কার্ভাড ভ্যানটি জব্দ করেছে। মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। এ ব্যাপারে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com