নারায়ণগঞ্জে ভবনে বিস্ফোরণ

স্বামীর সঙ্গে হজে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না কুলসুমের

প্রকাশ: ২৩ মার্চ ২৩ । ২২:০৪ | আপডেট: ২৩ মার্চ ২৩ । ২২:০৭

নারায়ণগঞ্জ প্রতিনিধি

স্বামীর সঙ্গে হজে যাওয়ার স্বপ্ন পূরণ হলো না নারায়ণগঞ্জের মাসদাইরে ভবনে বিস্ফোরণে দগ্ধ কুলসুম বেগমের। ১১ দিন যন্ত্রণায় ভুগে মারা গেলেন তিনি। দগ্ধ অবস্থায় তিনি সন্তান জন্ম দিয়েছিলেন।

আজ বৃহস্পতিবার ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের শেখ হাসিনা বার্ন ইনস্টিটিউটের আইসিইউতে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।

গত ১২ মার্চ সন্ধ্যায় নগরীর মাসদাইরে ১০ তলা ভবনের ষষ্ঠ তলার ফ্ল্যাটে প্রচণ্ড বিস্ফোরণ ঘটে। রান্নার গ্যাস জমে থাকায় এ বিস্ফোরণ ঘটেছে বলে ধারণা করা হয়। বিস্ফোরণে এ ফ্লোরের ফ্ল্যাটগুলোর দরজা ও আসবাব ভেঙে যায়। আগুন ছড়িয়ে পড়ে পুরো ফ্ল্যাটে। দগ্ধ হন ফ্লাটের বাসিন্দা আট মাসের অন্তঃসত্ত্বা কুলসুম বেগম ও তাঁর তিন বছরের সন্তান খালিদ বিন মাসুদ।

এরপর তাঁদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। দগ্ধ হওয়ার পরদিন অস্ত্রোপচারের মাধ্যমে কুলসুম ছেলেসন্তানের জন্ম দেন।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল পুলিশ ফাঁড়ির ইনচার্জ মোহাম্মদ বাচ্চু মিয়া জানান, কুলসুম বেগমের শরীরের ২৮ শতাংশ পুড়ে যায়। তাঁর কণ্ঠনালিও দগ্ধ হয়েছিল। তবে তাঁর ছেলে খালিদ সুস্থ হয়ে পরিবারের কাছে ফিরে গেছে। অস্ত্রোপচারের মাধ্যমে জন্ম নেওয়া মোহাম্মদ বর্তমানে চিকিৎসাধীন।

ঘটনার পর আর নারায়ণগঞ্জের ফ্ল্যাটে ফেরেননি কুলসুমের স্বামী হাফেজ আবদুল্লাহ আল মাসুদ। হাসপাতালের বারান্দায়ই দিন কেটেছে তাঁর। বৃহস্পতিবার স্ত্রীর মৃত্যুর পর নারায়ণগঞ্জে না এসে লাশ নিয়ে যাচ্ছিলেন কুড়িগ্রামের দাশের হাটে কুলসুমের বাবার বাড়িতে।

ফোনে হাফেজ মাসুদ কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘কুলসুমের স্বপ্ন ছিল, আমরা দু’জন একসঙ্গে হজে যাব। আমাদের সামর্থ্য ছিল না। তবে নিয়ত করেছিলাম।’

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com