
জন্মদিনে সাকিবের মানবিক উদ্যোগ
প্রকাশ: ২৩ মার্চ ২৩ । ২২:৩৫ | আপডেট: ২৩ মার্চ ২৩ । ২২:৩৮
ক্রীড়া প্রতিবেদক

ক্রিকেট, বাণিজ্যিক কর্মকাণ্ড ও মাঠের বাইরের বিতর্ক। গত কয়েক দিন দুবাই-ঢাকা-সিলেট মিলিয়ে এসব ইস্যুতেই আলোচিত ছিলেন সাকিব আল হাসান। তাঁর মাঠের পারফর্ম নিয়ে কোনো কথা না থাকলেও দুবাইয়ের শোরুম উদ্বোধন নিয়ে অনেকের মনেই প্রশ্নের জন্ম দিয়েছে। তবে এসবের বাইরেও মানবিক এক সাকিব রয়েছেন। কিছুদিন আগেই মাস্তুল ফাউন্ডেশনকে একটি অ্যাম্বুলেন্স উপহার দিয়েছেন তিনি। আর এখন আত্মপ্রকাশ করতে যাচ্ছে ‘সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন’। শুক্রবার তাঁর ৩৬তম জন্মদিনে ঢাকার একটি পাঁচতারকা হোটেলে এই ক্যান্সার ফাউন্ডেশনের আনুষ্ঠানিক ঘোষণা দেবেন সাকিব নিজেই।
বাঁহাতি এ অলরাউন্ডার মানবিক কর্মকাণ্ডগুলোকে খুব একটা সামনেও আনেন না। নীরবে-নিভৃতেই ভালো কাজগুলো করে যান। এবার আরও বড় পরিসরে দেশের মানুষের সেবায় নিয়োজিত হতে যাচ্ছেন বিশ্বসেরা এ অলরাউন্ডার। দেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের চিকিৎসায় সহযোগিতা করতেই সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন গড়ে তোলা বলে জানান উদ্যোক্তারা। সাকিবের এই মহতী উদ্যোগের সঙ্গে রয়েছেন বিকেএসপির সাবেক কয়েকজন ক্রিকেটার ও দু’জন কোচ। অনূর্ধ্ব-১৯ জাতীয় দলের সাবেক অধিনায়ক কাফি খানের ঐকান্তিক প্রচেষ্টায় ৯ জনের একটি গ্রুপ মিলে ফাউন্ডেশনটি গড়ে তোলার উদ্যোগ গ্রহণ করে। এক বছর আগে সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশনের নিবন্ধনও করা হয়েছে বলে জানান গ্রুপের অন্যতম সদস্য জাতীয় দলের সাবেক ক্রিকেটার নাঈম ইসলাম। অন্য সদস্যরা হলেন– জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার ও বর্তমান নির্বাচক আব্দুর রাজ্জাক, জাতীয় দলের সাবেক বাঁহাতি স্পিনার সোহরাওয়ার্দী শুভ, ক্রিকেটার মো. নাসিরুল ইসলাম ও প্রায়ত মোশাররফ হোসেন রুবেল, যিনি মস্তিষ্কের ক্যান্সার আক্রান্ত হয়ে গত বছর ১৯ এপ্রিল মারা গেছেন। বিকেএসপির ক্রিকেট উপদেষ্টা নাজমুল আবেদীন ফাহিম ও জাতীয় দলের সাবেক কোচ সারওয়ার ইমরান এই ফাউন্ডেশনের দু’জন গুরুত্বপূর্ণ সদস্য।
সামাজিক দায়বদ্ধতা থেকে সাকিব আল হাসান ক্যান্সার ফাউন্ডেশন বড় লক্ষ্য নিয়েই আত্মপ্রকাশ করতে যাচ্ছে বলে জানান নাজমুল আবেদীন ফাহিম। দেশের ভেতরে একটি ক্যান্সার হাসপাতাল প্রতিষ্ঠা করতে চান তাঁরা। যা ব্যয়সাপেক্ষ এবং সময়ের ব্যাপার। প্রাথমিকভাবে সমাজের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের সর্বাত্মক সহযোগিতা করতে চায় প্রতিষ্ঠানটি। দেশে-বিদেশে ক্যান্সার চিকিৎসাজনিত তথ্য প্রদান, ওষুধের জোগান পেতে সহযোগিতা করার মতো কাজগুলো করা হবে শুরুতে। তহবিল গঠন করা গেলে একটি ডায়াগনস্টিক সেন্টার করার ইচ্ছা নেপথ্যের কারিগরদের। সেই মহতী কাজ শুরু করতে নিজের ৩৬তম জন্মদিকে বেছে নিয়েছেন সাকিব। টেস্ট ও টি২০ অধিনায়ককে জন্মদিনে শুভেচ্ছার পাশাপাশি তাঁর ক্যান্সার ফাউন্ডেশনের আত্মপ্রকাশকে স্বাগত জানায় সমকাল পরিবার।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com