মায়ের গালির শোধ নিতে শিশুপুত্রকে হত্যা: পুলিশ

প্রকাশ: ২৩ মার্চ ২৩ । ২২:৪৭ | আপডেট: ২৩ মার্চ ২৩ । ২২:৪৭

গাজীপুর প্রতিনিধি

গাজীপুর মহানগরের ইসলামপুর এলাকার একটি বালুর মাঠে গত ১৫ মার্চ সাখাওয়াত (৬) নামের এক শিশুর লাশ পাওয়া যায়। ১৩ মার্চ থেকে নিখোঁজ ছিল সে। এ ঘটনার রহস্য উদ্ঘাটন করেছে মহানগর পুলিশ।

আজ বৃহস্পতিবার পুলিশ জানায়, পাশের কক্ষের বাসিন্দা এক দম্পতির ঝগড়া মেটাতে গিয়েছিলেন সাখাওয়াতের মা লাকী আক্তার। এ সময় গালাগালিও করেন তিনি। এর প্রতিশোধ নিতে সাখাওয়াতকে হত্যা করে বালুতে পুঁতে রাখে রাজমিস্ত্রি তাহেরুল ইসলাম।

গতকাল বুধবার রাতে তাকে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে গ্রেপ্তার করে পুলিশ। জিজ্ঞাসাবাদে সে হত্যার বর্ণনা দেয়। তাহেরুলের বাড়ি রংপুরের পীরগঞ্জের জামালপুর গ্রামে। সে স্ত্রী শারমিন আক্তারকে নিয়ে গাজীপুরের ভোগড়া পেয়ারা বাগান এলাকার ভাড়া বাসায় থাকে। পাশের কক্ষেই থাকেন লাকী আক্তার।

গাজীপুর মহানগর পুলিশের উপকমিশনার (গোয়েন্দা) ইব্রাহীম খান বৃহস্পতিবার দুপুরে জানান, ১৩ মার্চ বিকেলে কাজ থেকে বাসায় ফিরে গোসল করতে যাওয়ার সময় স্ত্রী শারমিনের কাছে লুঙ্গি চায় তাহেরুল। এ নিয়ে দু’জনের ঝগড়া হয়। তা মীমাংসা করতে এসে লাকী তাহেরুলকে গালাগাল করেন। এতে ক্ষুব্ধ তাহেরুল বাসা থেকে বের হয়ে যায়। পথে লাকীর ছেলে সাখাওয়াতকে ‘মজা’ কিনে দেওয়ার লোভ দেখিয়ে হাত ধরে নিয়ে যায়। পরে শ্বাসরোধে হত্যার পর ইসলামপুরের নির্জন এলাকার বালুর মাঠে পুঁতে রাখে শিশুটিকে।

নিখোঁজের দু’দিন পর শিশুর লাশ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় তার বাবা জাফর আলী বাসন থানায় মামলা করেন।

বাসন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সানোয়ার জাহান বলেন, সিসিটিভির ফুটেজ বিশ্লেষণ ও তথ্যপ্রযুক্তির সহায়তায় বুধবার রাতে গাইবান্ধার গোবিন্দগঞ্জ থেকে তাহেরুলকে গ্রেপ্তার করা হয়। এ হত্যাকাণ্ডের দায় স্বীকার করে সে বৃহস্পতিবার আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দিও দিয়েছে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com