ছড়া–কবিতা

মার বকুনি বাবার শাসন

প্রকাশ: ২৪ মার্চ ২৩ । ০০:০০ | প্রিন্ট সংস্করণ

পৃথ্বীশ চক্রবর্ত্তী

স্বাধীনতা! স্বাধীনতা!
তুমি কেমন স্বাধীনতা?

বায়ান্ন-এর পথটি ধরে
ছাব্বিশে মার্চ একাত্তরে
রক্তনদী দিয়ে পাড়ি
সেদিন তুমি আমরা বাড়ি
এসেছিলে স্বাধীনতা!
বইয়ে পড়ে জেনেছি তা
কিন্তু  তোমায় পাইনি কোথা!

পড়াশোনায় ফাঁকি দিয়ে  
খুকির সাথে খেলতে গিয়ে  
মায়ের কাছে পড়ি ধরা
সাঁতার কাটতে জোড়পুকুরে
যখন নামি ভরদুপুরে
বাবা বলেন কটুকথা;
স্বাধীনতা! স্বাধীনতা!
পাইনি কেন তোমায় কোথা?
বৃষ্টিজলে ভিজলে পরে
প্রাণটি কাঁপে দাদার ডরে
টেলিভিশন দেখলে পরে
দাদির চোখে আগুন ঝরে
সবকিছুতেই অধীনতা;
স্বাধীনতা! স্বাধীনতা!
সত্যি বলো থাকো কোথা?

মার বকুনি, বাবার শাসন
দাদা-দাদির কড়া ভাষণ
যেতে বারণ যথাতথা
তারই নাম কি স্বাধীনতা?

স্বাধীনতা! স্বাধীনতা!
তুমি কেমন স্বাধীনতা?

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com