ব্রাজিলে মাদক চক্রের প্রধানকে ধরতে অভিযান, নিহত ১৩

প্রকাশ: ২৪ মার্চ ২৩ । ১০:৫৯ | আপডেট: ২৪ মার্চ ২৩ । ১১:০৩

অনলাইন ডেস্ক

ফাইল ছবি: রয়টার্স

ব্রাজিলের সমুদ্রতীরবর্তী শহর রিও ডি জেনেইরোর এলাকায় একটি মাদক চক্রের প্রধানকে গ্রেপ্তার করতে অভিযান চালিয়েছে পুলিশ। অভিযানের সময় সংঘর্ষে অন্তত ১৩ জন নিহত হয়েছেন। পুলিশের দাবি, নিহতরা সবাই সন্দেহভাজন অপরাধী। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে বার্তা সংস্থা রয়টার্স।

প্রতিবেদনে বলা হয়, বৃহস্পতিবার রিও ডি জেনেইরোর উত্তরপূর্বে সাও গনসালো শহরের শ্রমিক শ্রেণির আবাসিক এলাকা সালগেইরোতে এ ঘটনা ঘটে। ব্রাজিলের উত্তরাঞ্চলীয় রাজ্য পারা মাদক চক্রের নেতা হিসেবে অভিযুক্ত লিওনার্দো কোস্তা আরাউজো সালগেইরোতে লুকিয়ে আছে এমন খবরে সেখানে অভিযান চালায় পুলিশ। সংঘর্ষে আরাউজোও নিহত হয়েছেন। পারার বেশ কয়েকজন পুলিশ কর্মকর্তার মৃত্যুর সঙ্গে তার জড়িত থাকার অভিযোগ ছিল।

পুলিশ জানায়, এ অভিযানে হেলিকপ্টার ও সাঁজোয়া যান ব্যবহার করা হয়েছে।  






© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com