
মক্কায় বৃষ্টিপাত ও সৌদিজুড়ে বজ্র-ধুলিঝড়ের পূর্বাভাস
প্রকাশ: ২৪ মার্চ ২৩ । ১৪:১০ | আপডেট: ২৪ মার্চ ২৩ । ১৪:১০
অনলাইন ডেস্ক
-samakal-641d5b0bce0e4.jpg)
ছবি: টুইটার থেকে নেওয়া
সৌদি আরবের আবহাওয়া অধিদপ্তরের বরাত দিয়ে দেশটির সিভিল ডিফেন্স মহাপরিচালকের কার্যালয় জানিয়েছে, আজ শুক্রবার থেকে আগামী সোমবার পর্যন্ত কিছু কিছু অঞ্চলে বজ্র ও ধুলিঝড়ের পূর্বাভাস পাওয়া গেছে।
রাজধানী রিয়াদসহ আল-খার্জ, আধাম, মক্কা অঞ্চলে মাঝারি থেকে তীব্র বৃষ্টিপাত হতে পারে। জেদ্দা ও রাবিগ অঞ্চলেও বৃষ্টি ও ঝড়ো হাওয়া এবং ধুলিঝড় দেখা দিতে পারে।
তায়েফ, মায়াসান, আধাম, আল-খুরমাহ. আল-আরদিয়াত, তুরবাহ, রানিয়া, আল-মুয়ায়াহ, কিয়া, খুলাইস, আল-কামিল, আল-জুমুম, বাহরা, আল-লিথ এবং আল-কুনফুদাহ শহরে ভারি বর্ষণ হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।
এছাড়াও আসির, আল-বাহদা, জাযান, নাজরান, মদিনা, হাইল, তাবুক, আল-জওফ, উত্তরাঞ্চলীয় সীমান্ত, আল-কাসিম এবং পূর্বাঞ্চলীয় সীমান্ত এলাকায়ও ক্ষয়ক্ষতি হতে পারে।
সৌদি আরবের নাগরিকদের সতর্ক থাকতে বলা হয়েছে। পানিজমা জায়গায় না যেতে এবং জমাপানিতে সাতার না কাটতে বলা হয়েছে। সূত্র: আরব নিউজ
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com