ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা

প্রকাশ: ২৪ মার্চ ২৩ । ১৪:৩৩ | আপডেট: ২৪ মার্চ ২৩ । ১৪:৩৪

কুড়িগ্রাম প্রতিনিধি

কুড়িগ্রামে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের বাজার তদারকি। ছবি: সমকাল

কুড়িগ্রামে ওজনে কম দেওয়ায় দুই ব্যবসায়ীকে জরিমানা করেছে জেলা ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। আজ শুক্রবার সকালে সদর উপজেলার চর কুড়িগ্রাম এবং জিয়া বাজারে এ ঘটনা ঘটে। 

ভোক্তা অধিদপ্তর জানায়, পবিত্র রমজান মাস উপলক্ষে বাজার তদারকি শুরু করেছে জেলা প্রশাসন। এরই অংশ হিসেবে অস্বাস্থ্যকর পরিবেশে মুড়ি তৈরি ও পরিমাণে কম দেওয়ায় সদর উপজেলায় ঊষা ফুড প্রোডাক্টস নামক প্রতিষ্ঠানকে ৩ হাজার টাকা এবং জিয়া বাজারে মাছ ব্যবসায়ী বিশ্বনাথকে  ৫০০ টাকা জরিমানা করা হয়। এ সময় পণ্যের তালিকামূল্য রাখা ও নির্ধারিত মূল্যে পণ্য বিক্রির নির্দেশনা দেওয়া হয়। 

অভিযান পরিচালনা করেন জেলা ভোক্তা অধিদপ্তরের সহকারী পরিচালক মো. মোস্তাফিজুর রহমান, উপজেলা স্যানিটারি ইন্সপেক্টর মো. রফিকুল ইসলাম, কৃষি বিপণন অধিদপ্তরের মাঠ ও বাজার পরিদর্শক মো. শফিউল আজম, কুড়িগ্রাম চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সহ-সভাপতি অলক সরকার প্রমুখ।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com