
‘পরিণীতা’ এর পরিচালক মারা গেছেন, শোকে ভাসছে বলিউড
প্রকাশ: ২৪ মার্চ ২৩ । ১৬:০২ | আপডেট: ২৪ মার্চ ২৩ । ১৬:০২
বিনোদন প্রতিবেদক

বলিউডের খ্যাতনামা বাঙালি পরিচালক প্রদীপ সরকার মারা গেছেন। তার বয়স হয়েছিল ৬৭ বছর। শুক্রবার সাত সকালে তার মৃত্যুর খবরটি সামাজিক যোগাযোগমাধ্যমে জানিয়েছেন আরেক বলিউড পরিচালক হংসল মেহেতা।
তিনি টুইট করে লিখেছেন, ‘প্রদীপ সরকার দাদা, আপনার আত্মার শান্তি কামনা করি।’এর পাশাপাশি পরিচালক প্রদীপ সরকারের এক ছবি হংসল শেয়ার করেছেন। অভিনেত্রী নীতু চন্দ্রাও এই খবর নিশ্চিত করেছেন।
জানা গেছে অনেক দিন ধরেই শারীরিক সমস্যায় ভুগছিলেন পরিচালক। ডায়ালিসিস করা হয়েছিল তার। তার পরও রক্তে পটাশিয়ামের মাত্রা বিপুল হারে কমছিল। শারীরিক অবস্থার ক্রমশ অবনতির কারণে গতকাল বেশি রাতে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছিল। তবে চিকিৎসকরা শেষ রক্ষা করতে পারেননি।
প্রদীপ সরকারের মৃত্যুতে বলিউড তারকা অজয় দেবগণ,কঙ্গনা রনৌত, নীতু চন্দ্রা, নীল নীতিন মুকেশ, মনোজ বাজপেয়ীসহ আরও অনেকে সামাজিক যোগাযোগমাধ্যমে শোক প্রকাশ করেছেন। আজ বিকেল চারটায় সান্তাক্রুজে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে।
‘পরিণীতা’ ছবি দিয়ে বলিউডে পরিচালক হিসেবে অভিষেক হয় প্রদীপের। প্রথম ছবিতেই বাজিমাত করেছিলেন তিনি। এই ছবি বিদ্যা বালনকে রাতারাতি তারকা বানিয়ে দিয়েছিল। ‘পরিণীতা’ ছবিটি জাতীয় পুরস্কার জয় করেছিল। ‘লাফাঙ্গে পারিন্দে’, ‘মারদানি’র মতো ছবি দর্শকদের উপহার দেন। প্রদীপ সরকার বাণিজ্যিক ছবির পাশাপাশি বিজ্ঞাপন বানাতেন । ‘কোল্ড লস্য়ি অর চিকেন মাসালা’, ‘অ্যারেঞ্জড ম্যারেজ অ্যান্ড ফরবিডেন লাভ’ এবং ‘দুরঙ্গা ’-এর মতো বেশ কয়েকটি ওয়েব সিরিজও পরিচালনা করেছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com