
বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনারের শ্রদ্ধা
প্রকাশ: ২৪ মার্চ ২৩ । ১৯:০৫ | আপডেট: ২৪ মার্চ ২৩ । ১৯:৪৪
সমকাল প্রতিবেদক

নবনিযুক্ত প্রধান তথ্য কমিশনার (সিআইসি) ড. আবদুল মালেক আজ শুক্রবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেছেন।
আজ শুক্রবার তথ্য কমিশনের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, রাজধানীর ধানমন্ডির ৩২ নম্বরে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘরের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে তিনি শ্রদ্ধা নিবেদন করেন।
পুষ্পস্তবক অর্পণের পর প্রধান তথ্য কমিশনার মহান স্বাধীনতার স্থপতি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধার নিদর্শন স্বরূপ কিছুক্ষণ দাঁড়িয়ে নীরবতা পালন করেন।
পরে তিনি সেখানে দর্শনার্থী বইতে স্বাক্ষর করেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com