
৪৭৫ বোতল ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩
প্রকাশ: ২৪ মার্চ ২৩ । ১৯:১৯ | আপডেট: ২৪ মার্চ ২৩ । ১৯:১৯
নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি

ফেনসিডিলসহ গ্রেপ্তার তিন ব্যক্তি। ছবি: সমকাল
শেরপুরের নালিতাবাড়ীতে ৪৭৫ বোতল ফেনসিডিলসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। শুক্রবার (২৪ মার্চ) ভোরে পৌর শহরের আড়াইআনী বাজারের চার রাস্তার মোড় এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় একটি পিকআপ ভ্যান জব্দ করা হয়।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- সদর উপজেলার সাতপাকিয়া গ্রামের শফিকুল ইসলামের ছেলে আসাদুজ্জামান দূর্জয় (২৩), একই উপজেলার খাসপাড়া গ্রামের মমিন মিয়ার ছেলে সবুজ মিয়া (১৯) ও পটুয়াখালীর গলাচিপা উপজেলার বড়গাবুয়া গ্রামের হাবিবুর রহমানের ছেলে হারুন (৩২)।
জানা যায়, শুক্রবার ভোরে পিকআপ ভ্যানে ৪৭৫ বোতল ফেনসিডিল নিয়ে ময়মনসিংহে যাচ্ছিল গ্রেপ্তার তিন ব্যক্তি। এর আগে, তারা গাজীপুরের টঙ্গী থেকে বাসাবাড়ির মাল নিয়ে হালুয়াঘাট এলাকায় যান তারা। সেখানে মালামাল আনলোডের পর হালুয়াঘাট থেকে পিকঅ্যাপ ভ্যানে চাল বোঝাই করা হয়। পরে পিকআপ ভ্যান নিয়ে নালিতাবাড়ীর দিকে যাচ্ছিল গ্রেপ্তার ব্যক্তিরা। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে পৌরশহরের আড়াইআনী বাজার চার রাস্তার মোড় এলাকা থেকে ফেনসিডিলসহ পিকআপ ভ্যান জব্দ করে পুলিশ। তিনজনকেও গ্রেপ্তার করা হয়।
বিষয়টি নিশ্চিত করে নালিতাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমদাদুল হক বলেন, গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানোর প্রক্রিয়া চলছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com