‘শেখ হাসিনার পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি’

প্রকাশ: ২৪ মার্চ ২৩ । ১৯:৩৯ | আপডেট: ২৪ মার্চ ২৩ । ১৯:৩৯

ময়মনসিংহ প্রতিনিধি

শ্যামগঞ্জ বাজার পরিদর্শন করেছেন আহমদ হোসেন। ছবি-সমকাল

অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত ময়মনসিংহের গৌরীপুর উপজেলার শ্যামগঞ্জ বাজার পরিদর্শন করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক আহমদ হোসেন। দলের পক্ষ থেকে শুক্রবার পরিদর্শন করে ক্ষতিগ্রস্তদের সান্ত্বনা দেন। 

আওয়ামী লীগ নেতা আহমদ হোসেন বলেন, ‘ক্ষতিগ্রস্ত সকলকে প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে সমবেদনা জানাতে এসেছি। শ্যামগঞ্জ বাজারটি আন্তঃজেলা বাজার। অগ্নিকাণ্ডে যে ক্ষতি হয়েছে তা পূরণ হওয়ার নয়।’

তিনি বলেন, প্রশাসনিকভাবে ক্ষতিগ্রস্তদের তালিকা করে পাঠানো হচ্ছে। প্রধানমন্ত্রীর সঙ্গে কথা বলে সর্বোচ্চ সহযোগিতা করা হবে। ওই সময় ব্যবসায়ীদের ব্যাংক ঋণব্যবস্থা ও এনজিওর কিস্তি আগামী তিন মাস বন্ধ রাখার দাবি জানালে বিষয়টি নিয়ে কথা বলার আশ্বাস দেন আহমদ হোসেন। ক্ষতিগ্রস্তদের কাছ থেকে যেন কোনো এনজিও কিস্তি না নেয় সেদিকে স্থানীয় নেতাদের নজর রাখতে নির্দেশ দেন তিনি। 

গত বুধবার রাত পৌনে ১১টার দিকে শ্যামগঞ্জ বাজারে অগ্নিকাণ্ড ঘটে। খবর পেয়ে ফায়ার সার্ভিসের অন্তত ১২টি ইউনিট আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডে ৯৩টি ব্যবসাপ্রতিষ্ঠান, ১৩টি বাসাবাড়ি পুড়ে যায়। শ্যামগঞ্জ বাজারটি ময়মনসিংহের গৌরীপুর ও নেত্রকোনার পূর্বধলা উপজেলার সীমান্তবর্তী। বাজারের একাংশ গৌরীপুরে এবং অপরাংশ পূর্বধলায় অবস্থিত।

অগ্নিকাণ্ডে শতকোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে জানান ব্যবসায়ী নেতা গোবিন্দ বণিক। তিনি বলেন, বিত্তবানদের এগিয়ে আসার পাশাপাশি, সহজে ব্যাংক ঋণেরব্যবস্থা করে দিলে ব্যবসায়ীরা নতুন করে শুরু করতে পারবেন।

শুক্রবার বিকেল পর্যন্ত পুড়ে যাওয়া এলাকা থেকে ধোঁয়া বের হতে দেখা গেছে। পুড়ে যাওয়া প্রতিষ্ঠানের টিন, জায়গা খুঁড়ে বেঁচে যাওয়া জিনিস খুঁজতে দেখা গেছে ব্যবসায়ীদের। সত্যেন্দ্র মোদক নামের ব্যবসায়ী বলেন, আগুনে চারতলা বাসা ক্ষতিগ্রস্ত ও ছেলেদের দোকানগুলো পুড়ে শেষ হয়ে গেছে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com