
গ্রেপ্তার হয়েও দুঃখ নেই মেসির সেই সমর্থকের
প্রকাশ: ২৪ মার্চ ২৩ । ২০:২৫ | আপডেট: ২৪ মার্চ ২৩ । ২০:২৫
স্পোর্টস ডেস্ক
-samakal-641db2c46ab22.jpg)
কাতার বিশ্বকাপে শিরোপা জিতেছে লিওনেল মেসির আর্জেন্টিনা। মেসি-ডি মারিয়াদের জার্সিতে বসেছে থ্রি স্টার। ওই থ্রি স্টার জার্সিতে শুক্রবার সকালে প্রথমবার মাঠে নামে আলবিসেলেস্তেরা। সেখানে পানামার বিপক্ষে ২-০ গোলে জিতেছে আকাশি-সাদা জার্সির দল।
এই ম্যাচেই দারুণ এক মাইলফলক স্পর্শ করেছেন লিওনেল মেসি। ক্লাব ও আন্তর্জাতিক ফুটবলে পূর্ণ করেন ৮০০ গোলের মাইলফলক। তার উপরে থাকা ক্রিশ্চিয়ানো রোনালদোর গোলসংখ্যা ৮৩০।
এদিন ম্যাচ ছাড়িয়ে মেসিদের বিশ্বকাপ শিরোপা উদযাপন বেশি নজর কেড়েছে। এস্তাডিও মনুমেন্টালে প্রথমবার শিরোপা উৎসব করেছেন তারা। গান ও নানা রকম উদ্যাপনে কাতার বিশ্বকাপে চ্যাম্পিয়ন হওয়ার পর প্রথমবারের মতো মাঠে নামা স্মরণীয় করে রাখল আর্জেন্টিনা দল। তবে পানামাকে হারানোর এই ম্যাচে অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেছে।
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, আর্জেন্টিনা দল মাঠে নামার আগে এক সমর্থক লুকিয়ে লিওনেল মেসি–ডি মারিয়াদের ড্রেসিংরুমে ঢুকে পড়ে। মেসির সঙ্গে একটি ছবি তুলবেন, এটাই ছিল লক্ষ্য, পারেননি। পরিণামে পুলিশের হাতে গ্রেপ্তার হতে হয়েছে।
আর্জেন্টাইন একটি টিভি চ্যানেলের উপস্থাপক জানিয়েছেন, ড্রেসিংরুমে যেতে পেরেছিলেন সেই ভক্ত। বেপরোয়া সেই ভক্ত নাকি ছবি তুলতে পেরেছেন মেসির সঙ্গে। আর তাই পুলিশ গ্রেফতার করে নিয়ে গেলেও তার কোনো দুঃখ নেই!
স্প্যানিশ সংবাদমাধ্যম এএস জানিয়েছে, মেসির সঙ্গে একটি ছবি তুলতেই এ কাণ্ড ঘটিয়েছেন ওই ভক্ত। সবার চোখ ফাঁকি দিয়ে প্রথমে স্টেডিয়াম চত্বরে ঢুকেছেন। পরে মেসিদের ড্রেসিংরুমেও ঢুকেছিলেন তিনি।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com