
কাল খেলা দেখার পর থেকেই কাশি হচ্ছে: পাপন
প্রকাশ: ২৪ মার্চ ২৩ । ২৩:০০ | আপডেট: ২৪ মার্চ ২৩ । ২৩:০২
স্পোর্টস ডেস্ক
-samakal-641dd7499f43c.jpg)
আগের দিন সিলেটে আয়ারল্যান্ডের বিপক্ষে সিরিজ শেষ করেছে বাংলাদেশ। সফরকারীদের রীতিমতো উড়িয়ে দিয়ে ২-০ ব্যবধানে সিরিজ জিতেছে স্বাগতিকরা। শেষ ম্যাচে পেসারদের দাপটের মাঝে বোলিংই পাননি সাকিব। প্রথমবারের মত ১০ উইকেটে ম্যাচ জেতায় ব্যাটিংয়েও নামতে হয়নি দেশসেরা অলরাউন্ডারের। ম্যাচশেষে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নাজমুল হাসান পাপন।
পরদিনই তারা দুজন ঢাকায়। আজ রাজধানীর একটি হোটেলে ক্যান্সার ফাউন্ডেশন প্রতিষ্ঠার ঘোষণা দিয়েছেন বিশ্বসেরা অলরাউন্ডার সাকিব আল হাসান। দেশসেরা এই ক্রিকেটারের অনুষ্ঠানে উপস্থিত হন পাপন। সেখানে বক্তব্যও রাখেন তিনি। ওষুধ শিল্প সমিতির সভাপতি হিসেবে সাকিবের ফাউন্ডেশনকে সাহায্য করার আশ্বাস দেন বিসিবি প্রধান।
নিজের বক্তব্যের এক পর্যায়ে তিনি মজা করেই বলেন, 'হঠাৎ করে কাল খেলা দেখার পর থেকেই কাশি হচ্ছে। বেশি খুশি হলে কাশি হয় কি না ডাক্তারকে জিজ্ঞেস করতে হবে। কারণ আমাদের কিছু খেলোয়াড়রা এত সুন্দর খেলেছে। হারা-জেতা বড় কথা না, যেভাবে তারা খেলেছে, আসলে আমরা তাদের আউটপ্লেইড করেছি। আমি বলতে চাচ্ছি ভালো বোলিং, ফিল্ডিং, ব্যাটিং দেখলে সবসময় ভালো লাগে। কিন্তু হঠাৎ করে আজকে দেখছি কাশি, খুঁজে বের করতে হবে কেন। রোজার সময় কিছুর টেস্টও করতে পারছি না, করতে হবে।'
আজ ছিল সাকিব আল হাসানের জন্মদিন। বিশ্বসেরা অলরাউন্ডার ৩৬ বছরে পা রাখলেন। পাপন অকপটে জানালেন যে, তিনি বাংলাদেশের টেস্ট ও টি-টোয়েন্টি অধিনায়কের জন্মদিন যে ভুলে গিয়েছিলেন। বিসিবি সভাপতির ভাষায়, 'সবচেয়ে বড় কথা হচ্ছে আজকে সাকিবের জন্মদিন। আমি জানতাম না। এটা একটা বড় দিন। আমার জানা উচিত ছিল কিন্তু আমি জানতাম না। এবং এমন একটা দিনে এ ধরনের একটা প্রোগ্রাম সত্যিই আমি মনে করি এর চেয়ে ভালো দিন আর হতে পারে না। জন্মদিনে এমন একটা প্রোগ্রাম।'
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com