ট্রেনে কাটা পড়ে এসএসসি পরীক্ষার্থীর মৃত্যু

প্রকাশ: ২৫ মার্চ ২৩ । ১৪:০৬ | আপডেট: ২৫ মার্চ ২৩ । ১৪:৫০

গোপালগঞ্জ প্রতিনিধি

গোপালগঞ্জে ট্রেনে কাটা পড়ে মুন্নী খানম (১৬) নামে এক এসএসসি পরীক্ষার্থী নিহত হয়েছে।  শনিবার সকাল পৌনে ৮ টার দিকে জেলার কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের বেলতলা রেলক্রসিংয়ে গোপালগঞ্জ-রাজশাহী রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

মুন্নী খানম পাশ্ববর্তী  ফরিদপুর জেলার আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ গ্রামের পান্নু শেখের মেয়ে । মালা উচ্চ বিদ্যালয় থেকে এ বছর এসএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য সে প্রস্তুতি নিচ্ছিল ।

স্থানীয়রা জানায়, কাশিয়ানী উপজেলার ব্যাসপুর গ্রামের আবির নামে এক ছেলের সাথে ওই মেয়ের প্রেমের সম্পর্ক ছিল। ওই ছেলের সাথে দীর্ঘক্ষণ মোবাইলে কথা বলার পর মেয়েটি ট্রেনের নিচে ঝাঁপ দেয়। মেয়েটির ফোনের ডায়াল রিং-এ ওই ছেলেটির নম্বর পাওয়া গেছে বলেও তারা দাবি করেন ।

তবে কাশিয়ানী থানার ওসি মো.ফিরোজ আলম নিহত মুন্নীর পরিবারের বরাত দিয়ে জানিয়েছেন, মেয়েটি পাশ্ববর্তী আলফাডাঙ্গা উপজেলার বড়ভাগ থেকে কাশিয়ানী উপজেলার খায়েরহাট গ্রামের মদিনাপাড়ায় বোনের বাড়িতে বেড়াতে যাচ্ছিল । খায়েরহাট বেলতলা রেলক্রসিং পার হওয়ার সময় গোপালগঞ্জ হতে রাজশাহীগামী টুঙ্গিপাড়া এক্সপ্রেস ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

ওই পরীক্ষার্থীর বাবা পান্নু শেখ বলেন, আমারা মেয়ে সকালে শহিদ স্যারের কাছে প্রাইভেট পড়তে বের হয়। পরে খোঁজ নিয়ে জানতে পারি সে প্রাইভেট পড়তে যায়নি। আমার বড় মেয়ের বাড়িতে যাওয়ার সময় ট্রেনে কাটা পড়ে মার যায়। আমি এর থেকে বেশি কিছু জানিনা।  




© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com