
তিউনিসিয়া উপকূলে নৌকাডুবে নিখোঁজ ৩৪ অভিবাসনপ্রত্যাশী
প্রকাশ: ২৫ মার্চ ২৩ । ১৫:৫১ | আপডেট: ২৫ মার্চ ২৩ । ১৫:৫২
অনলাইন ডেস্ক
-samakal-641ec41be324c.jpg)
ছবি: সংগৃহীত
তিউনিসিয়া উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ডুবে গেছে। এতে শিশুসহ অন্তত ৩৪ জন নিখোঁজ রয়েছেন। সাব-সাহারান আফ্রিকার অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী নৌকাটি ইতালির উদ্দেশ্যে রওনা দিয়েছিল বলে ধারণা করছে কর্তৃপক্ষ। খবর বিবিসির।
এ নিয়ে গত দুইদিনে তিউনিসিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী পাঁচটি নৌকা ডুবে গেছে। এতে প্রাণ হারিয়েছেন সাতজন। এখনও নিখোঁজ অন্তত ৬৭ জন।
তিউনিসিয়ার উপকূলরক্ষী বাহিনী জানায়, গত দুই দিনে ইতালির উদ্দেশ্যে পাড়ি দেওয়া ৫৬টি নৌকা আটকানো হয়েছে। তিউনিসিয়ার ন্যাশনাল গার্ডের হোসেম জাবাবলি জানিয়েছেন, এসব নৌকা থেকে তিন হাজারের বেশি অভিবাসনপ্রত্যাশীকে আটক করা হয়েছে।
সাম্প্রতিক সময়ে ইউরোপগামী অভিবাসনপ্রত্যাশীদের কাছে তিউনিসিয়া অন্যতম একটি কেন্দ্রে পরিণত হয়েছে।
জাতিসংঘের নিবন্ধন অনুযায়ী, ভূমধ্যসাগরের কেন্দ্রীয় অঞ্চলে ২০১৪ সাল থেকে এ পর্যন্ত ২০ হাজারেরও বেশি মৃত্যু ও নিখোঁজ হওয়ার ঘটনা ঘটেছে। এভাবে এটি বিশ্বের সবচেয়ে বিপজ্জনক অভিবাসী ক্রসিং হয়ে উঠেছে।
তুরস্কের ইজমির বন্দর থেকে রওনা হওয়া অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী একটি নৌকা ২৬ ফেব্রুয়ারি ইতালির উপকূলীয় শহর ক্রোতোনের কাছে ভেঙে বহু মানুষের মৃত্যু হয়েছিল।
এর আগে ১৪ ফেব্রুয়ারি লিবিয়ার কসর আল আখিয়ার উপকূলে অভিবাসনপ্রত্যাশীদের বহনকারী আরেকটি নৌকা ডুবে ১৮ জনের মৃত্যু ও ৫৫ জন নিখোঁজ হয়েছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com