
পয়সা দিয়ে স্কুটার কিনে ভাইরাল সাইদুল
প্রকাশ: ২৫ মার্চ ২৩ । ১৬:৫৬ | আপডেট: ২৫ মার্চ ২৩ । ২০:৩৬
অনলাইন ডেস্ক

ভারতের আসামের এক ব্যক্তি নতুন স্কুটার কিনে সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হয়েছেন। কারণ এ স্কুটারের মূল্য পরিশোধ করা হয়েছে পয়সায়। পাঁচ-ছয় বছর ধরে তিনি ১, ২, ৫ ও ১০ রুপির পয়সা জমিয়ে গত মঙ্গলবার স্কুটারটি কেনেন।
রাজধানী গুয়াহাটি শহরের বোরাগাঁও এলাকার বাসিন্দা মো. সাইদুল হক স্কুটি কিনতে বস্তায় করে পয়সাগুলো নিয়ে যান। খবর হিন্দুস্তান টাইমসের
সাইদুল বলেন, ‘আমি একটি ছোট্ট মুদিদোকান চালাই। অনেক দিনের স্বপ্ন ছিল একটি স্কুটার কিনব। তাই পাঁচ-ছয় বছর ধরে পয়সা জমাতে থাকি। অবশেষে স্বপ্নপূরণ করতে পেরেছি। এখন আমি অনেক খুশি।’
স্কুটারের শোরুমের মালিক মনিশ পোদ্দার বলেন, ‘যখন একজন গ্রাহক তার জমানো পয়সা দিয়ে স্কুটার কিনতে আমাদের ডিলারের কাছে আসে, আমি খুব আনন্দ পেয়েছি। কারণ, আমি এ ধরনের খবর টেলিভিশনে দেখেছি বা পত্রিকায় পড়েছি। আমার আশা, সাইদুল ভবিষ্যতে চার চাকার গাড়ি কিনতে পারবেন।’
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com