হাত খরচের টাকায় এতিমদের ইফতার করালেন হা-মীম গ্রুপের চেয়ারম্যানের মেয়ে

প্রকাশ: ২৫ মার্চ ২৩ । ১৭:৩৩ | আপডেট: ২৫ মার্চ ২৩ । ১৭:৩৩

ফরিদপুর অফিস

নিজের হাত খরচের টাকা জমিয়ে এতিম শিশুদের ইফতার করালেন হা-মীম গ্রুপের চেয়ারম্যান এম এ মোতালেব হোসেনের মেয়ে তানিয়া সুলতানা বিউটি।

ফরিদপুরের চরভদ্রাসনে নাছিরদ্দিন মুন্সির ডাঙ্গীতে অবস্থিত রিফাত কওমি মাদ্রাসা ও এতিমখানার দেড় শতাধিক এতিম শিশুদের নিয়ে শুক্রবার প্রথম রমজানে এই ইফতারের আয়োজন করা হয়।

এর আগে বাদ আছর মাদ্রাসার ১০ জন ছাত্র কোরআনের হাফেজ হওয়ায় তাদেরকে পাগড়ি প্রদান করেন হাজীডাঙ্গী মাদ্রাসার প্রধান শিক্ষক আব্দুল্লাহ আল নোমান ও হামিম গ্রুপের পেশ ইমাম আবু নাঈম।

উপজেলা আওয়ামী লীগের নেতা তৈয়ব সিকদার বলেন, হামিম গ্রুপের কর্ণধার এবং তাদের ছেলেমেয়েরা এই ধরনের জনহিতকর কাজ সারা বছরই করে থাকে। এমন মানবিক কাজে আমরা অনেক খুশি। তাদের এসব কার্যক্রমে নিজেকে সম্পৃক্ত রাখবেন এবং তাদের সব কার্যক্রমে সহযোগিতা থাকবে বলেও জানান তিনি।

এ সময় ইফতার মাহফিলে উপস্থিত ছিলেন হামিম গ্রুপের প্রধান ইমাম আবু নাঈম, এমএ মোতালেব হোসেন জুট মিলের ম্যানেজার রাফিজুল খান, চরভদ্রাশন উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও দৈনিক সমকালের সাংবাদিক আবুল কালাম, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য শামসুল প্রামানিক এবং মাদ্রাসার শিক্ষার্থীরা।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com