
জাতীয় প্রেসক্লাব আলোচনা সভা
মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবসের স্বীকৃতি দাবি
প্রকাশ: ২৫ মার্চ ২৩ । ২০:২৪ | আপডেট: ২৫ মার্চ ২৩ । ২০:২৪
সমকাল প্রতিবেদক

গণহত্যার সময়ের ছবি
পাকিস্তানি হানাদার বাহিনী ও তাদের দোসররা ১৯৭১ সালের ২৫ মার্চ এদেশে যে গণহত্যা চালিয়েছে, তা বিভিন্ন সাক্ষ্য-প্রমাণে আজ প্রমাণিত। এ জন্য জাতিসংঘসহ বিশ্ব সম্প্রদায়ের ২৫ মার্চকে আন্তর্জাতিক গণহত্যা দিবস হিসেবে স্বীকৃতি দেওয়া নৈতিক দায়িত্ব।
শনিবার জাতীয় প্রেস ক্লাব আয়োজিত ‘২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস’ উপলক্ষে আলোচনা সভায় বক্তারা এ মতামত দেন।
সভায় ‘১৯৭১, গণহত্যা ও আন্তর্জাতিক স্বীকৃতির প্রেক্ষাপট’ শীর্ষক মূল বক্তব্য উপস্থাপন করেন সাবেক রাষ্ট্রদূত মোহাম্মদ জমির। প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি হাসান হাফিজের সভাপতিত্বে এবং মিট দ্য প্রেস ও আন্তর্জাতিক লিয়াঁজো উপকমিটির আহ্বায়ক জুলহাস আলমের পরিচালনায় সভায় স্বাগত বক্তব্য দেন প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত। অন্যদের মধ্যে আলোচনায় অংশ নেন প্রেস ক্লাব ব্যবস্থাপনা কমিটির যুগ্ম সম্পাদক মো. আশরাফ আলী, কোষাধ্যক্ষ শাহেদ চৌধুরী প্রমুখ।
মোহাম্মদ জমির বলেন, ‘যুক্তরাষ্ট্র সম্প্রতি ‘‘বার্মা অ্যাক্ট’’ অনুমোদন করেছে, যাতে মিয়ানমারের রোহিঙ্গাদের গণহত্যার স্বীকৃতি দেওয়া হয়েছে। অথচ ১৯৭১ সালে পাকিস্তানি সামরিক বাহিনী ও তাদের দোসররা এদেশে যে নির্মম গণহত্যা চালিয়েছে, তার স্বীকৃতি দেয়নি যুক্তরাষ্ট্র।’ তিনি আরও বলেন, ‘১৯৭১ সালের গণহত্যার স্বীকৃতি দেওয়া জাতিসংঘসহ আন্তর্জাতিক সম্প্রদায়ের নৈতিক দায়িত্ব।’
পরে অনুষ্ঠানে কাওসার চৌধুরী নির্মিত জাতীয় পুরস্কারপ্রাপ্ত ‘বধ্যভূমিতে একদিন’ প্রামাণ্য চিত্র প্রদর্শন করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com