গাভিন ছাগল জবাই করে মাংস বিক্রি, কারাদণ্ড

প্রকাশ: ২৫ মার্চ ২৩ । ২১:০৭ | আপডেট: ২৫ মার্চ ২৩ । ২১:০৭

দিনাজপুর প্রতিনিধি

কসাইয়ের সহকারীকে কারাদণ্ড দেন ভ্রাম্যমাণ আদালত। ছবি: সমকাল

দিনাজপুরের বোচাগঞ্জ উপজেলায় গাভিন ছাগল জবাই করে মাংস বিক্রির অভিযোগে কসাইয়ের সহকারীকে এক মাসের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। একই সঙ্গে ৩০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও ১৫ দিনের কারাদণ্ড দেওয়া হয়েছে। আজ শনিবার সকালে উপজেলার সেতাবগঞ্জ বাজারের গোশত হাটিতে এ ঘটনা ঘটে। 

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বোচাগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল।  

বিষয়টি নিশ্চিত করে নির্বাহী কর্মকর্তা ছন্দা পাল বলেন, সকালে জহরুল নামে এক মাংস বিক্রেতা একটি ছাগল জবাই করেন। এ সময় ছাগলের পেটে দুটি বাচ্চা দেখতে পান বাজারে থাকা কয়েকজন ব্যক্তি। বিষয়টি জানাজানি হলে স্থানীয়রা উপজেলা প্রশাসন ও ও পুলিশকে জানান। পরে ভ্রাম্যমাণ আদালত অভিযান চালান। এসময় দোকানের মালিক বা মাংস বিক্রেতা কসাই জহরুল পালিয়ে যান। পরে তার সহযোগী শুভকে (২১) ভ্রাম্যমাণ আদালত এক মাসের বিনাশ্রম কারাদণ্ড ও ৩০ হাজার টাকা জরিমানা করেন। 

তিনি আরও বলেন, তার নামে এর আগেও অনেক অভিযোগ করে বাজার কমিটি। মাংস বিক্রেতা জহরুলকে গ্রেপ্তারে পুলিশ অব্যাহত রেখেছে। এ বিষয়ে একটি নিয়মিত মামলা হবে। 

এদিকে ছাগলের মালিক তরিকুল ইসলাম জানান, শুক্রবার সকালে বাড়ির পাশের মাঠ থেকে তার গাভিন ছাগলটি চুরি হয়। তার সন্দেহ হলে সকালে সেতাবগঞ্জ বাজারে খুঁজতে যান। সেখানে গিয়ে তিনি দেখেন কসাই তার গাভিন ছাগল জবাই করছেন।  

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com