ভূমিখেকোরা বধ্যভূমি সংকুচিত করে ফেলেছে: চসিক মেয়র

প্রকাশ: ২৫ মার্চ ২৩ । ২১:১০ | আপডেট: ২৫ মার্চ ২৩ । ২১:১০

চট্টগ্রাম ব্যুরো

ছবি: সমকাল

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিম চৌধুরী বলেছেন, ভূমিখেকোরা পাহাড়তলী বধ্যভূমি দখল করে সংকুচিত করে ফেলেছে। একজন মুক্তিযোদ্ধা হিসেবে এই ষড়যন্ত্র মেনে নিতে পারি না। মুক্তিযুদ্ধের শহীদদের স্মৃতি রক্ষায় চট্টগ্রামের সব বধ্যভূমির সম্প্রসারণ প্রয়োজন।

শনিবার গণহত্যা দিবস উপলক্ষে পাহাড়তলী বধ্যভূমিতে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন। পরে মেয়র বধ্যভূমির চারপাশ ঘুরে দেখেন। এ সময় তিনি বধ্যভূমির সার্বিক উন্নয়নে কর্মকর্তাদের দিকনির্দেশনাও দেন।

মেয়র বলেন, ভূমি দখলদারদের বিরুদ্ধে মুক্তিযোদ্ধাদের নিয়ে গণআন্দোলন গড়ে তুলব। প্রশাসন, নেতৃবৃন্দ সবার সঙ্গে যোগাযোগ করছি, যাতে পাহাড়তলী বধ্যভূমিকে সম্প্রসারণ করা যায়। এ ছাড়া চট্টগ্রামের যেসব বধ্যভূমি বেদখল হয়ে আছে, তা উদ্ধার করে স্থায়ীভাবে সংরক্ষণের উদ্যোগ নেওয়া হবে। যারা একাত্তরে স্বাধীনতার বিরোধিতা করেছিল, তারাই এখন বধ্যভূমির দখলদার।

এ সময় উপস্থিত ছিলেন চসিকের প্রধান নির্বাহী কর্মকর্তা শেখ তৌহিদুল ইসলাম, কাউন্সিলর নিছার উদ্দিন আহমেদ মঞ্জু, হাসান মুরাদ বিপ্লব, জহুরুল আলম জসিম, ওয়াসিম উদ্দিন চৌধুরী, মোহাম্মদ ইসমাইল, আবুল হাসনাত মো. বেলাল, আবদুস সালাম, পুলক খাস্তগীর প্রমুখ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com