
পাচারের সময় টিসিবির পণ্য জব্দ
প্রকাশ: ২৫ মার্চ ২৩ । ২২:২০ | আপডেট: ২৫ মার্চ ২৩ । ২২:২০
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি

টিসিবির পণ্য জব্দ
শিবগঞ্জ উপজেলার শাহাবাজপুরে ডিলারের সহায়তায় টিসিবি পণ্য পাচারের সময় স্থানীয়রা ৪৫ জনের নামে বরাদ্দ পণ্য আটক করে। পরে প্রশাসনের হস্তক্ষেপে সেগুলো বিতরণ করা হয়। শনিবার সকালে শাহাবাজপুর ইউনিয়ন পরিষদ চত্বরে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, শাহাবাজপুর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের উপরধোবড়া গ্রামের মো. আলম পোলট্রি ও একই ইউনিয়নের সন্ন্যাসী কুপতলা গ্রামের মো. হানিফ ২৫ জনের কার্ড এবং টিসিবির ডিলারের কর্মচারীর নামের আরও ২০টি কার্ড দেখিয়ে পণ্য তোলেন। সেসব পণ্য নিয়ে যাওয়ার সময় জনতা ভ্যানসহ আটক করে চালকসহ একটি ঘরে তালাবদ্ধ করে রাখে। খবর পেয়ে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আবুল হায়াত আটক পণ্য হেফাজতে নেন। পরে সেগুলো বিতরণের ব্যবস্থা করেন। স্থানীয়দের অভিযোগ, টিসিবির পণ্য বিতরণে অনিয়মের সঙ্গে আনিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী হুসেইন শহিদের সম্পৃক্ততা রয়েছে।
শাহাবাজপুর ইউপি চেয়ারম্যান নিজামুল হক রানা জানান, প্রত্যেকের জন্য টিসিবি কার্ডপ্রতি বরাদ্দ ছিল মসুর ডাল ২ কেজি, বুট এক কেজি এবং সয়াবিন তেল ২ কেজিসহ ৪০৫ টাকার পণ্য। তবে তিনি ঘটনার সময় রাজশাহীতে ছিলেন।
তবে পণ্য পাচারের অভিযোগ করেছেন আনিকা ট্রেডার্সের স্বত্বাধিকারী হুসেইন শহিদ। তাঁর দাবি কোনো অনিয়ম হয়নি। তাঁর ব্যবহারের জামাকাপড়ের ভ্যানে হানিফ ২৫ জনের নামে বরাদ্দকৃত টিসিবি পণ্য নিয়ে যাচ্ছিল মাত্র। একজনকে একসঙ্গে এত জনের পণ্য দেওয়ার নিয়ম আছে কিনা– এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, এটা ভুল হয়ে গেছে।
এ ব্যাপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা আবুল হায়াত বলেন, এ ঘটনায় যে বা যাদের সম্পৃক্ততা পাওয়া যাবে, তাদের আইনের আওতায় আনা হবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com