দুই ছাত্রলীগ নেতার মারামারি, একজনকে হল ছাড়ার নির্দেশ

প্রকাশ: ২৫ মার্চ ২৩ । ২৩:২৮ | আপডেট: ২৫ মার্চ ২৩ । ২৩:৩৮

কুবি প্রতিনিধি

ফাইল ছবি।

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে (কুবি) দুই ছাত্রলীগ নেতার মধ্যে মারামারির ঘটনা ঘটেছে। এতে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হলে উত্তেজনা ছড়িয়ে পড়ে। এ ঘটনায় একজনকে হল ছাড়ার নির্দেশ দিয়েছে কর্তৃপক্ষ। গত শুক্রবার রাত ১০টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানায়, রাত ১০টার দিকে বঙ্গবন্ধু হলের সামনে দোকানে খাবার খাচ্ছিলেন আইন অনুষদ ছাত্রলীগের সহসভাপতি নেওয়াজ শরিফ ফাহিম ও সামাজিক বিজ্ঞান অনুষদের যুগ্ম সাধারণ সম্পাদক সেলিম আহমেদ। এ সময় উভয়ের মধ্যে বাগ্‌বিতণ্ডা শুরু হয়। এক পর্যায়ে সেলিমের গায়ের জামা টেনে দোকান থেকে বের করে মারধর শুরু করেন ফাহিম। পরে সেলিমও ফাহিমকে মারধর করেন। উভয় নেতাই বঙ্গবন্ধু হলের আবাসিক শিক্ষার্থী।

এ ঘটনায় বঙ্গবন্ধু হলে উত্তেজনা ছড়িয়ে পড়লে হলের প্রাধ্যক্ষ ড. মোকাদ্দেস-উল ইসলাম ও সহকারী প্রক্টর অমিত দত্ত ওই দুই নেতাসহ হলের অন্য নেতাদের নিয়ে আলোচনায় বসেন। আলোচনার পর প্রাথমিকভাবে ফাহিমকে হল ছাড়ার নির্দেশ দেন প্রাধ্যক্ষ।

মারামারির বিষয়ে ফাহিম বলেন, ‘শুক্রবার দুপুরে মীরহাম রেজা (ছাত্রলীগ কর্মী) প্রাধ্যক্ষ কার্যালয়ের সামনে চেঁচামেচি করায় উচ্চস্বরে কথা বলতে নিষেধ করি। এতে তার বিভাগের সিনিয়র শিক্ষার্থী সেলিম আহমেদ ক্ষিপ্ত হয়ে আমার সঙ্গে তর্কে জড়িয়ে পড়ে। রাতে সে তার বন্ধুদের নিয়ে আমাকে মারার জন্য তেড়ে আসে। জুনিয়র হয়েও আমাকে মারতে আসায় আমি নিজেকে বাঁচাতে তাকে আঘাত করি। পরে সেও আমাকে আঘাত করে।’

তবে সেলিম বলেন, ‘তার কাছে আমার বিভাগের জুনিয়রকে ধমকানোর কারণ জানতে চাই। তিনি হঠাৎ করেই আমার পাঞ্জাবি টেনে ধরে হলের গেটে এনে মারধর শুরু করেন।’

প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মীরহাম রেজা বলেন, ‘ক্যান্টিনে কিছু টাকা বাকি থাকায় ক্যান্টিন বয়কে ডাকছিলাম। তখন তিনি (ফাহিম) আমাকে বলেন, ‘তুই আমারে চিনস? তুই এমনে কথা বলস কেন? আর একটা কথা বললে তোর হাত-পা কেটে ফেলব।’ তবে ‘হাত-পা কাটার’ মতো কোনো শব্দ উচ্চারণ করেননি দাবি করেন সেলিম।

বঙ্গবন্ধু হলের প্রাধ্যক্ষ মোকাদ্দেস-উল-ইসলামের ভাষ্য, প্রাথমিক সিদ্ধান্ত অনুযায়ী ফাহিমকে এ মাসের মধ্যে হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়েছে। পরবর্তী সময়ে হল কর্তৃপক্ষ বসে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com