স্বাধীনতা দিবস ২০২৩

মুক্তিযুদ্ধ প্রস্তুতি পর্ব

আমাদের নিবেদন

প্রকাশ: ২৬ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ২৬ মার্চ ২৩ । ১২:১১ | প্রিন্ট সংস্করণ

--

১৯৭১-এর ২৫ মার্চ রাতে এদেশের নিরস্ত্র মানুষের ওপর পাকিস্তানি হানাদার বাহিনীর হিংস্র হামলায় পৈশাচিক গণহত্যার সূচনা। ২৬ র্মাচ শুরু হয় মুক্তিযুদ্ধ, ১৬ ডিসেম্বর স্বাধীন বাংলাদেশের আত্মপ্রকাশ– ৯ মাসব্যাপী রক্তক্ষয়ী মুক্তিযুদ্ধের সুদীর্ঘ প্রস্তুতি পর্ব ইতিহাসের অনিবার্য অংশ।

ধর্মভিত্তিক রাষ্ট্র পাকিস্তানের জন্মের মধ্যেই লুকিয়ে ছিল বিভাজনের বীজ। পশ্চিম পাকিস্তানের আধিপত্যবাদী মানসিকতা ও ক্ষমতা কাঠামোর কেন্দ্রবিন্দু হয়ে থাকবার সিদ্ধান্ত দুই পাকিস্তানের মধ্যে বৈষম্য, দূরত্ব ও সংঘর্ষ নিশ্চিত করে তোলে। ৫২-এর ভাষা আন্দোলন, ৬৬ সালে ছয় দফা ও ৬৯-এর অসহযোগ আন্দোলনের মধ্য দিয়ে এদেশের মানুষের অবিসংবাদিত নেতায় পরিণত হন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। ১৯৭১–এর ৭ মার্চে সোহরাওয়ার্দী উদ্যানে বঙ্গবন্ধুর ভাষণ দেশের মানুষকে মুক্তিযুদ্ধের চূড়ান্ত বাস্তবতার সামনে দাঁড় করিয়ে দেয়। মুক্তিযুদ্ধের প্রস্তুতি পর্ব নিয়ে বিশিষ্ট গবেষক, লেখকবৃন্দের রচনায় স্পষ্ট ইতিহাসের ধারাক্রম, তিলে তিলে গড়ে ওঠা স্বাধীনতার অমল সৌধ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com