ছোট ভাইয়ের লাঠিপেটায় বড় ভাই নিহত

প্রকাশ: ২৬ মার্চ ২৩ । ১৭:২১ | আপডেট: ২৬ মার্চ ২৩ । ১৭:২৭

তাহিরপুর (সুনামগঞ্জ) প্রতিনিধি

সুনামগঞ্জের তাহিরপুরে পারিবারিক কলহের জেরে ছোট ভাইয়ের লাঠিপেটায় বড় ভাইয়ের মৃত্যু হয়েছে। রোববার দুপুর ১২টায় উপজেলার বড়দল পুরানহাটি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত খুরশেদ আলম (৩৪) বড়দল পুরানহাটি গ্রামের কনাই মেম্বারের ছেলে।

এলাকাবাসী জানায়, পারিবারিক কলহের জেরে দুই ভাইয়ের মধ্যে বাকবিতণ্ডা হলে আজ দুপুরে ছোট ভাই আশরাফুলের লাঠিপেটায় বড় ভাই খুরশেদ আলম আহত হয়। এরপর আহত অবস্থায় খুরশেদ আলমকে স্বজনরা তাহিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এ ঘটনায় তাহিরপুর থানা পুলিশ আশরাফুলকে গ্রেপ্তার করেছে।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মির্জা রিয়াদ হাসান বলেন, খুরশেদ আলমকে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর ইসিজির প্রস্তুতি চলছিল। এরই মধ্যে তার মৃত্যু হয়।

তাহিরপুর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, এ ঘটনার সঙ্গে জড়িত আশরাফুলকে তাৎক্ষণিকভাবে গ্রেপ্তার করেছে পুলিশ।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com