
ডাচ বাংলার টাকা ছিনতাই
মূল পরিকল্পনাকারী বাবুলের দায় স্বীকার
প্রকাশ: ২৬ মার্চ ২৩ । ১৯:৫৩ | আপডেট: ২৬ মার্চ ২৩ । ১৯:৫৩
আদালত প্রতিবেদক

রাজধানীর উত্তরার তুরাগ এলাকায় ডাচ-বাংলা ব্যাংকের সোয়া ১১ কোটি টাকা ছিনতাইয়ের ঘটনায় দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছেন মূল পরিকল্পনাকারী আকাশ আহমেদ বাবুল। রোববার ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম তার জবানবন্দি রেকর্ড করেন। ডাচ বাংলা ব্যাংকের গাড়ি থেকে সোয়া ১১ কোটি টাকা ছিনতাই
দুই দফায় ১০ দিনের রিমান্ড শেষে আকাশকে এ দিন আদালতে হাজির করে পুলিশ। এ সময় তিনি স্বেচ্ছায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে সম্মত হন। মামলার তদন্তকারী কর্মকর্তা ডিবি পুলিশের মিরপুর জোনাল টিমের পরিদর্শক সাজু মিয়া তার জবানবন্দি রেকর্ড করার আবেদন করেন। এরপর তার জবানবন্দি রেকর্ড করেন।
পরে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন আদালত। এ মামলায় কয়েকজন আসামি দোষ স্বীকার করে আদালতে জবানবন্দি দিয়েছে। ডাচ বাংলা ব্যাংকের ছিনতাই হওয়া টাকার অধিকাংশ উদ্ধারের কথা জানাল পুলিশ
এর আগে গত ১৪ মার্চ এ ঘটনায় আকাশকে খুলনা থেকে গ্রেপ্তার করে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। পরদিন তার পাঁচদিনের রিমান্ড মঞ্জুর করেন আদালত। এরপর ২১ মার্চ দ্বিতীয় দফায়ও তার পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করা হয়।
গত ৯ মার্চ সকালে উত্তরা ১৬ নম্বরর সেক্টরের ১১ নম্বর রোডে থেকে ডাচ-বাংলা ব্যাংকের টাকা বহনকারী গাড়ি থেকে প্রায় ১১ কোটি ২৫ লাখ টাকা অস্ত্রের মুখে ছিনতাই হয়। এ ঘটনায় ওই দিন রাতে মানি প্ল্যান্ট লিঙ্ক প্রাইভেট লিমিটেডের পরিচালক আলমগীর হোসেন বাদী হয়ে ডিএমপির তুরাগ থানায় মামলাটি করেন। মামলায় অজ্ঞাত ১০-১২ জনকে আসামি করা হয়।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com