সাংবাদিক শিমুল হত্যা

স্বাধীনতা দিবসের র‍্যালির নামে চার্জশিটভুক্ত আসামি মিরুর শোডাউন

প্রকাশ: ২৬ মার্চ ২৩ । ২১:২৯ | আপডেট: ২৬ মার্চ ২৩ । ২১:২৯

সিরাজগঞ্জ ও শাহজাদপুর প্রতিনিধি

শাহজাদপুরে মহান স্বাধীনতা দিবস উপলক্ষে র‍্যালির নামে চার্জশিটভুক্ত আসামি মিরুর শোডাউন

সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের কার্যকরী কমিটির সদস্যপদ থেকে বাদ পড়ার পরও থেমে নেই সমকাল সাংবাদিক আব্দুল হাকিম শিমুল হত্যার চার্জশিটভুক্ত আসামি শাহজাদপুরের সাবেক মেয়র হালিমুল হক মিরু। নানা কূটকৌশলে রাজনীতিতে সরব হতে চাচ্ছেন তিনি। রোববার শাহজাদপুরে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে র‍্যালির নামে শোডাউন করেন তিনি। 

বেলা সাড়ে ১১টায় র‍্যালি শাহজাদপুরের বিসিক বাসস্ট্যান্ড সংলগ্ন এলএসডি খাদ্যগুদাম থেকে শুরু হয়ে দ্বারিয়াপুর-মনিরামপুর বাজার প্রদক্ষিণ শেষে শাহজাদপুর সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয়ে গিয়ে শেষ হয়। এতে মিরুর নিজ গ্রাম নলুয়া ও বারাবিলের অধিবাসী ও সমর্থকরা অংশ নেন। র‍্যালি শেষে বক্তব্যও দেন তিনি। 

এর আগে বৃহস্পতিবার শাহজাদপুরের গণমাধ্যমকর্মীদের ফোনে ডেকে নলুয়া গ্রামে নিজ বাড়িতে সংবাদ সম্মেলন করেন মিরু। সাংবাদিকদের কেউ কেউ সেখানে যান। এ সময় শিমুল হত্যায় জড়িত নন বলে দাবি করেন তিনি। 

সাংবাদিক শিমুল ২০১৭ সালের ২ ফেব্রুয়ারি পেশাগত দায়িত্ব পালনে গিয়ে মিরুর ছোড়া শটগানের গুলি ও নাছির উদ্দিনের নিক্ষেপ করা বোমার আঘাতে গুরুতর আহত হন। পরদিন বগুড়া থেকে ঢাকা নেওয়ার পথে মারা যান তিনি। দু’দিন পর পুলিশের হাতে গ্রেপ্তার হন মিরু। এর পর মিরুকে দলের কেন্দ্র থেকে সাময়িক বহিষ্কার করা হয়। ওই সময় মামলার ৪ নম্বর আসামি কেএম নাছির উদ্দিনকে শাহজাদপুর উপজেলা আওয়ামী লীগের সদস্যপদ থেকেও সাময়িক বহিষ্কার করে কেন্দ্র।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com