
সুইপার কলোনিতে আগুনে দগ্ধ ৪ জন বার্ন ইনস্টিটিউটে
প্রকাশ: ২৭ মার্চ ২৩ । ০৭:২৩ | আপডেট: ২৭ মার্চ ২৩ । ০৭:২৩
সমকাল প্রতিবেদক

ফাইল ছবি
রাজধানীর ওয়ারীতে জয়কালী মন্দির সংলগ্ন সুইপার কলোনিতে অগ্নিকাণ্ডে দগ্ধ চারজনকে শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে নেওয়া হয়েছে।
তারা হলেন- গীতা রানী দে (৬৫), কান্তা রানী (৬০), রাজু (৩৬) ও আফজাল হোসেন (৫২)।
রাজধানীর ওয়ারিতে জয়কালী মন্দির সংলগ্ন সুইপার কলোনিতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে গেছে।
আজ সোমবার ভোররাতে জয়কালী মন্দির সংলগ্ন হানিফ ফ্লাইওভারের নিচে থাকা সুইপার কলোনিতে আগুন লেগে ২০টি ঘর পুড়ে যায়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের সাতটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এই আগুন দগ্ধ হন চারজন।
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল পুলিশ ক্যাম্পের ইনচার্জ পরিদর্শক মো. বাচ্চু মিয়া জানান, চারজনের মধ্যে কার শরীরের কত শতাংশ দগ্ধ হয়েছে সে বিষয়ে এখনো কিছু জানা যায়নি। তারা শেখ হাসিনা জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের জরুরি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com