
এসবিএসি ব্যাংক ও ক্লাউড ওয়েলের এমওইউ
প্রকাশ: ২৭ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ২৭ মার্চ ২৩ । ১১:২১ | প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক

সাউথ বাংলা এগ্রিকালচার অ্যান্ড কমার্স (এসবিএসি) ব্যাংক ও ক্লাউডওয়েল লিমিটেডের প্রতিষ্ঠান পেওয়েলের মধ্যে একটি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে।
এর আওতায় এসবিএসি ব্যাংকের এজেন্ট ব্যাংকিং গ্রাহকরা পেওয়েলের প্ল্যটফরম ব্যবহার করে ইউটিলিটি বিল পরিশোধ, মোবাইল টপআপ, টিকিটসহ সবধরনের ডিজিটাল সেবা গ্রহণ করতে পারবেন।
এসবিএসি ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, সম্প্রতি ব্যাংকের প্রধান কার্যালয়ে উপব্যবস্থাপনা পরিচালক মো. নুরুল আজীম এবং ক্লাউডওয়েডের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী আনিসুল ইসলাম এ সমঝোতা স্মারকে সই করেন।
এ সময়ে এসবিএসি ব্যাংকের এডিসির প্রধান মোহাম্মদ শফিউল আজম, এজেন্ট ব্যাংকিংয়ের প্রধান মো. ফিরোজ চৌধুরী, পেওয়েলের সিওও মোহাম্মদ কুদরতুল্লাহ প্রমুখ উপস্থিত ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com