
অফার
ওয়ালটন কম্পিউটার পণ্যে ক্যাশব্যাক
প্রকাশ: ২৭ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ২৭ মার্চ ২৩ । ১২:০৮ | প্রিন্ট সংস্করণ
অনলাইন ডেস্ক

কম্পিউটার পণ্যে ১০০ শতাংশ পর্যন্ত ক্যাশব্যাক দিচ্ছে ওয়ালটন । ‘ওয়ালটন কম্পিউটার ক্যাশব্যাক অফার’ শীর্ষক এই ক্যাম্পেইন যে কোনো ওয়ালটন প্লাজা থেকে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার ও এক্সেসরিজ কেনার ক্ষেত্রে সর্বোচ্চ ১০০ শতাংশ পর্যন্ত নিশ্চিত ক্যাশব্যাক।
ওয়ালটন কম্পিউটার পণ্যের চিফ বিজনেস অফিসার তৌহিদুর রহমান রাদ বলেন, এ অফারের আওতায় শিক্ষার্থী, চাকরিজীবী, মুক্ত পেশাজীবীসহ সবার জন্য ডিজিটাল ডিভাইস ক্রয় সহজ হয়েছে। দেশের প্রায় ৬০০ ওয়ালটন প্লাজা থেকে কম্পিউটার পণ্য ক্রয়ে এই সুবিধা রয়েছে। বর্তমানে ৩২টি ব্র্যান্ড নামে ১৭টি ক্যাটাগরির ৪৪টি প্রযুক্তিপণ্য উৎপাদন ও বাজারজাত করছে ওয়ালটন। ক্রয়কৃত পণ্যের বারকোড রেজিস্ট্রেশনের সঙ্গে সঙ্গে এসএসএসের মাধ্যমে গ্রাহককে ক্যাশব্যাকের পরিমাণ জানিয়ে দেওয়া হচ্ছে।
নগদে কেনার ক্ষেত্রে প্রাপ্ত ক্যাশব্যাক গ্রাহক তাৎক্ষণিকভাবে প্রদেয় মূল্যের সঙ্গে সমন্বয় করতে পারছেন। জিরো ইন্টারেস্টে ৬ মাসের কিস্তি সুবিধায়ও পণ্য কেনার ক্ষেত্রেও গ্রাহকরা এই অফার পাচ্ছেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com