দুবাইয়ে সেহরি খেয়ে ঘুমন্ত অবস্থায় যুবকের মৃত্যু

প্রকাশ: ২৭ মার্চ ২৩ । ১৮:০৩ | আপডেট: ২৭ মার্চ ২৩ । ১৮:০৩

গোলাপগঞ্জ (সিলেট) প্রতিনিধি

আক্কাস আহমদ অভি।

দুবাইয়ে সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে ঘুমন্ত অবস্থায় আক্কাস আহমদ অভি (৩০) নামে এক যুবকের মৃত্যুর খবর পাওয়া গেছে। রোববার (২৬ মার্চ) নিজ রুমে ঘুমন্ত অবস্থায় তার মৃত্যু হয়। তিনি সিলেটের গোলাপগঞ্জ উপজেলার পশ্চিম আমুড়া ইউনিয়নের শিকপুর গ্রামের ফজলু মিয়ার ছেলে। 

বিষয়টি নিশ্চিত করে তার চাচাতো ভাই আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম বলেন, ৫ বোন ও ৪ ভাইয়ের মধ্যে আক্কাস আহমদ অভি ছিলেন পঞ্চম। প্রায় ৮-৯ মাস আগে তিনি জীবিকার তাগিদে দুবাইয়ে যায়। সেখানে একটি রেস্টুরেন্টে শ্রমিকের কাজ করতেন। রোববার সেহরি খেয়ে ফজরের নামাজ পড়ে প্রতিদিনের মতো রুমে ঘুমিয়ে পড়েন। জোহরের নামাজের সময় পার্শ্ববর্তী রুমের অন্যরা এসে তাকে নামাজে যাওয়ার জন্য ডাক দিলে ভেতর থেকে কোনো সাড়াশব্দ আসেনি। এ সময় দরজা খুলে ভেতরে ঘুমন্ত অবস্থায় তার নিথর দেহ দেখতে পান। 

বিভিন্ন মাধ্যমে গ্রামের বাড়িতে তার মৃত্যুর সংবাদ পৌঁছালে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে আসে। তার বড় ভাই আমুড়া ইউনিয়ন ছাত্রলীগের সহ-সভাপতি আব্বাস উদ্দিন জানান, আক্কাস আহমদ অভির লাশ দেশে আনার প্রক্রিয়া চলছে।

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com