কাবুলে আত্মঘাতী বোমা হামলায় নিহত ৬

প্রকাশ: ২৭ মার্চ ২৩ । ১৮:০৫ | আপডেট: ২৭ মার্চ ২৩ । ১৮:০৮

অনলাইন ডেস্ক

প্রতীকী ছবি

আফগানিস্তানের রাজধানী কাবুলে দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আত্মঘাতী বোমা হামলায় অন্তত ছয়জন নিহত এবং বেশ কয়েকজন আহত হয়েছেন। খবর: আলজাজিরা’র।

আফগান স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র আব্দুল নাফি তাকোর জানান, সোমবার কাবুলের মালিক আসগর স্কয়ারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রবেশের পথে তল্লাশিচৌকিতে নিরাপত্তাকর্মীদের লক্ষ্য করে আত্মঘাতী বোমা হামলা চালানো হয়। তবে এতে ছয়জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। আহতদের হাসপাতালে ভর্তি করা হয়েছে।

আহতদের মধ্যে তালেবান সরকারের তিনজন নিরাপত্তা কর্মী রয়েছেন বলে জানা গেছে।


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com