
পটুয়াখালীতে গাঁজাসহ স্বামী-স্ত্রী গ্রেপ্তার
প্রকাশ: ২৭ মার্চ ২৩ । ১৯:২৪ | আপডেট: ২৭ মার্চ ২৩ । ১৯:২৪
পটুয়াখালী প্রতিনিধি

প্রতীকী ছবি।
পটুয়াখালীতে গাঁজাসহ স্বামী-স্ত্রীকে গ্রেপ্তার করেছে র্যাব। রোববার (২৬ মার্চ) রাত পৌনে ১১টার দিকে পৌর শহরের ৯নং ওয়ার্ডের মো. শহীদুল ইসলামের টিনশেড বাড়ির সামনের পাকা রাস্তার ওপর মাদক বেচাকেনা করার সময় তাদেরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তাররা হলেন- মো. সেলিম সিকদার (৫০) ও তাঁর স্ত্রী মোসা. হোসনেয়ারা বেগম (৪০)। তাদের বাড়ি জেলার গলাচিপা উপজেলার চর কাজল ইউনিয়নের চর শিবা গ্রামে।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি অধিনায়ক তুহিন রেজা জানান, গোপন সংবাদের ভিত্তিতে তাদেরকে গ্রেপ্তার করা হয়েছে। স্বামী সেলিম একজন কৃষক ও স্ত্রী গৃহিণী হলেও মাদকই তাদের প্রকৃত ব্যবসা। তারা দীর্ঘদিন ধরে বিভিন্ন এলাকায় মাদক বেচাকেনা করে আসছেন। তাদের কাছ থেকে ৩ কেজি ৩০০ গ্রাম গাঁজা, গাঁজা বিক্রির ১৮ হাজার ৮০০ টাকা, একটি মোবাইল ফোন ও দুটি সিম উদ্ধার করা হয়েছে। এসবের আনুমানিক বাজার মূল্য ১ লাখ ৩২ হাজার ৫০০ টাকা। গ্রেপ্তারদের পটুয়াখালী সদর থানায় হস্তান্তর করা হয়েছে। র্যাব বাদী হয়ে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com