
বাসায় মিলল তরুণীর ঝুলন্ত মরদেহ, স্বামী নিখোঁজ
প্রকাশ: ২৭ মার্চ ২৩ । ২২:১৪ | আপডেট: ২৭ মার্চ ২৩ । ২২:১৪
সমকাল প্রতিবেদক

রাজধানীর খিলগাঁওয়ের একটি বাসা থেকে লামিয়া আক্তার অর্পিতা (২৩) নামের এক তরুণীর ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার সকালে ময়নাতদন্তের জন্য লাশ ঢাকা মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়। ওই তরুণী একটি প্রতিষ্ঠানের কলসেন্টারে চাকরি করতেন।
খিলগাঁও থানা পুলিশ জানায়, এক বছর আগে সাইফ নামের যুবককে বিয়ে করেন অর্পিতা। এর পর থেকে তিনি খিলগাঁওয়ের নবীনবাগ এলাকার ২৪৮/৯/বি নম্বর বাসায় থাকতেন। গতকাল রোববার সকাল থেকে তাঁকে ফোনে পাচ্ছিলেন না স্বজনরা।
এক পর্যায়ে রাত সাড়ে ১০টার দিকে তাঁরা ওই বাসায় গিয়ে দরজা ভেতর থেকে বন্ধ দেখতে পান। অনেকক্ষণ ডাকাডাকি করেও সাড়া না পেয়ে তাঁদের সন্দেহ হয়। বিষয়টি পুলিশকে জানালে দরজা ভেঙে রাত আড়াইটার দিকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ।
অর্পিতা বরিশালের বাকেরগঞ্জ উপজেলার মৃত আব্দুর রশিদ খানের মেয়ে।
মৃতের বোন মানসুরা আক্তার মাঈশা জানান, অর্পিতার স্বামী সাইফ একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করেন। এ ঘটনার আগে থেকেই তিনি বাসায় নেই। স্ত্রীর মৃত্যুর পরও তাঁর কোনো খোঁজ পাওয়া যায়নি।
খিলগাঁও থানার এসআই সোনিয়া পারভীন সুরতহাল প্রতিবেদনে লিখেছেন, বাসার দরজা ভাঙার পর অর্পিতাকে সিলিং ফ্যানের সঙ্গে গলায় ফাঁস লাগানো অবস্থায় দেখা যায়।
প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, তিনি আত্মহত্যা করেছেন। ময়নাতদন্ত প্রতিবেদন পেলে তাঁর মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত হওয়া যাবে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com