
সৌদি আরবে বাস উল্টে ২০ ওমরাহ যাত্রী নিহত
প্রকাশ: ২৮ মার্চ ২৩ । ০৮:৫৯ | আপডেট: ২৮ মার্চ ২৩ । ০৯:২২
অনলাইন ডেস্ক

সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের কর্মীরা ঘটনাস্থলে গিয়ে হতাহতদের উদ্ধার করে (ছবি-গালফ নিউজ)
সৌদি আরবে একটি বাস ব্রেক ফেল করে সেতুর সঙ্গে ধাক্কা লেগে উল্টে গেছে। এতে ২০ জন ওমরাহ যাত্রী নিহত এবং ২৯ জন আহত হয়েছে।
নিহতরা ওমরাহ পালনে মক্কা যাচ্ছিলেন। প্রাথমিকভাবে তাদের পরিচয় জানা যায়নি।
দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলে আসির প্রদেশ ও আভা শহরের সংযোগকারী সড়কে সোমবার এ দুর্ঘটনা ঘটে। সেতুর সঙ্গে ধাক্কা লেগে বাসটি উল্টে যায় এবং তাতে আগুন ধরে।
মঙ্গলবার গালফ নিউজের এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। হতাহতদের কাছাকাছি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সিভিল ডিফেন্স ও রেড ক্রিসেন্টের উদ্ধাকারী দল ঘটনাস্থলে পৌঁছেছে। তারা ঘটনাস্থল ঘিরে রেখেছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com