ময়মনসিংহ

সচেতনতায় সুহৃদের স্টল

প্রকাশ: ২৮ মার্চ ২৩ । ০০:০০ | আপডেট: ২৮ মার্চ ২৩ । ১৩:০৩ | প্রিন্ট সংস্করণ

আরিফ আহমেদ ফকির

মেলায় আসা চাকরিপ্রত্যাশীদের প্রতারক থেকে রক্ষা পেতে সচেতন করেন সুহৃদরা

শিক্ষিত বেকারদের জন্য চাকরি সোনার হরিণ। চাকরি পেতে অনেকে দালালের খপ্পরে পড়েন। নানা লোভ দেখিয়ে সব হাতিয়ে নেয় প্রতারক। এ ধরনের প্রতারক চক্র থেকে দূরে থাকার জন্য সচেতনতার বার্তা ছড়িয়ে দিতে উদ্যোগ নেয় ময়মনসিংহ সুহৃদ সমাবেশ। ২০ মার্চ ময়মনসিংহের পলিটেকনিক ইনস্টিটিউট মাঠে আয়োজিত চাকরি মেলায় সুহৃদ সমাবেশ পৃথক একটি স্টল নিয়ে চাকরিপ্রার্থীদের মধ্যে সচেতনতার বার্তা ছড়িয়ে দেয়। চাকরিপ্রার্থী যুবকদের করা হয় সচেতন। চাকরির জন্য দালাল বা প্রতারক থেকে দূরে থাকার জন্য সতর্ক বার্তা ছড়িয়ে দেন সুহৃদ সমাবেশের ময়মনসিংহ ইউনিটের সাধারণ সম্পাদক আরিফুল আহমেদ ফকির ও আনন্দ মোহন কলেজ ইউনিটের সাধারণ সম্পাদক আবদুল্লাহ আল নোমান।

ডিপ্লোমা প্রকৌশলীদের চাকরির জন্য ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউটে প্রথমবারের মতো দিনব্যাপী চাকরি মেলার আয়োজন করে ময়মনসিংহ পলিটেকনিক ইনস্টিটিউট। মেলায় সাড়া পড়ে চাকরিপ্রার্থীদের। দেশের শীর্ষ ৩১টি বেসরকারি প্রতিষ্ঠান মেলায় স্টল বসায়। মেলায় প্রার্থীদের কাছ থেকে জীবনবৃত্তান্ত গ্রহণ করে নিয়োগকারী প্রতিষ্ঠানগুলো। কয়েকটি প্রতিষ্ঠান মেলাতেই আবেদনকারী প্রার্থীকে যাচাই করে নিয়োগ দেয়। সরাসরি ৩১ জনকে নিয়োগপত্রও তুলে দেন অতিথিরা। প্রায় ৩ হাজারের মতো আবেদন নিয়ে যান যাচাই-বাছাইয়ের জন্য। সুহৃদ সভাপতি অধ্যক্ষ শওকত হোসেন বলেন, চাকরি পেতে অনেকে প্রতারণার শিকার হন। প্রতারণার খপ্পর থেকে বাঁচতে সুহৃদ সমাবেশ এ সচেতনতামূলক আয়োজন করে। v
সাধারণ সম্পাদক
সুহৃদ সমাবেশ, ময়মনসিংহ


© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com