
ইয়াবা উদ্ধার মামলায় দুই নারীর যাবজ্জীবন
প্রকাশ: ২৮ মার্চ ২৩ । ১৭:০৩ | আপডেট: ২৮ মার্চ ২৩ । ১৭:০৩
আদালত প্রতিবেদক

ঢাকার ৭ম অতিরিক্ত মহানগর দায়রা জজ তেহসিন ইফতেখার আজ মঙ্গলবার এ রায় ঘোষণা করেন। সংশ্লিষ্ট আদালতের অতিরিক্ত পিপি মাহবুবুর রহমান এসব তথ্য জানান।
দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন-রাশিদা বেগম (৩৯) ও মৌসুমী আক্তার (২৫)। দু'জনই শরীয়তপুরের ডামুড্যা থানার চর সিধলকুড়ার বাসিন্দা।
রায় ঘোষণার সময় মৌসুমী আদালতে হাজির ছিলেন। আর রাশিদা বেগম পলাতক থাকায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেছেন আদালত।
২০২১ সালের ১৭ আগষ্ট ডিবি পুলিশ রাজধানীর যাত্রাবাড়ী থানার শনিরআখড়ার ব্রিজ সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে রাশিদা বেগম ও মৌসুমী আক্তারকে আটক করে। ওইদিনই তাদের আসামি করে মামলা করেন পল্লবী জোনাল টিমের সাব-ইন্সপেক্টর মো. মুরাদুজ্জামান।
মামলাটি তদন্ত করে ওই বছরের ১২ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জশিট দাখিল করা হয়। গত বছরের ১২ অক্টোবর তাদের বিরুদ্ধে চার্জগঠন করে বিচার শুরুর আদেশ দেন আদালত। মামলার চলাকালে ১৩ জন সাক্ষীর মধ্যে ৮ জনের সাক্ষ্যগ্রহণ করেন আদালত।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com