
শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে দুজনের যাবজ্জীবন
প্রকাশ: ২৮ মার্চ ২৩ । ১৭:২০ | আপডেট: ২৮ মার্চ ২৩ । ১৭:২০
নাটোর প্রতিনিধি

প্রতীকী ছবি
নাটোরের বড়াইগ্রাম উপজেলায় শিশু ধর্ষণ চেষ্টার অভিযোগে দুজনকে যাবজ্জীবন ও একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তদের প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে।
আজ মঙ্গলবার নাটোরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মোহম্মদ আব্দুর রহিম এ রায় ঘোষণা করেন।
যাবজ্জীবন দণ্ডপ্রাপ্তরা হলেন- বড়াইগ্রামের ঢুলিয়া মোল্লাপাড়া মহল্লার আব্দুর করিমের ছেলে সোহাগ ও মো. নিজামের ছেলে সাগর। এছাড়া ১০ বছর কারাদণ্ডপ্রাপ্ত রনি একই এলাকার আকাইলী প্রামাণিকের ছেলে।
মামলা সূত্রে জানা যায়, ২০১৬ সালের ১০ এপ্রিল রাতে সোহাগ, সাগর ও রনি ভুক্তভোগী শিশুকে ধর্ষণের চেষ্টা চালান। এ সময় শিশুর চিৎকারে স্থানীয়দের এগিয়ে এলে সাজাপ্রাপ্তরা পালিয়ে যান। এ ঘটনায় শিশুর মা পারভীন বেগম বাদী হয়ে অভিযুক্তদের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করেন। আদালত বড়াইগ্রাম থানা-পুলিশকে তদন্তের দায়িত্ব দেন। তদন্ত শেষে অভিযুক্তদের বিরুদ্ধে অভিযোগপত্র দেয় পুলিশ।
এপিপি অ্যাডভোকেট আরিফুর রহমান এ বিষয়টি নিশ্চিত করেন। আসামী পক্ষের আইনজীবী ছিলেন অ্যাডভোকেট মিজানুর রহমান।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com