
বিস্ফোরক মামলায় বিএনপির ১৭ নেতা-কর্মী কারাগারে
প্রকাশ: ২৮ মার্চ ২৩ । ১৭:৩৯ | আপডেট: ২৮ মার্চ ২৩ । ১৭:৩৯
চুয়াডাঙ্গা প্রতিনিধি
-samakal-641accde526b5-samakal-6422d20e0c7a4.jpg)
প্রতীকী ছবি
বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনের মামলায় চুয়াডাঙ্গায় বিএনপির ১৭ নেতা-কর্মীকে কারাগারে পাঠিয়েছেন আদালত। আজ মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. জিয়া হায়দার তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশন দেন।
এর আগে, আদালতে আত্মসমর্পণ করে জামিন আবেদন করেন বিএনপির নেতা-কর্মীরা।
মামলা সূত্রে জানা যায়, ২০২৩ সালের ৯ ফেব্রুয়ারি রাতে দামুড়হুদা সদর ইউনিয়নের দশমী গ্রামের ফুটবল মাঠে সরকার বিরোধী কর্মকাণ্ড চালাতে জড়ো হন বিএনপির নেতা-কর্মীরা। এ সময় তারা বিস্ফোরক দ্রব্য বোমাসহ সেখানে উপস্থিত হন। পুলিশ গোপন সংবাদের ভিত্তিতে সেখানে অভিযান চালিয়ে ৫ জনকে বোমা সাদৃশ্য বস্তু ও লাঠিসহ আটক করে।
পরে দামুড়হুদা থানার এসআই মো. সোয়াদ বিন মোবারক বাদী হয়ে ২২ জনের নাম উল্লেখসহ আরও ৩০ জনকে অজ্ঞাতনামা আসামি করে বিস্ফোরক ও বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করেন।
এ মামলায় ১৭ জন আসামি উচ্চ আদালত থেকে ৬ সপ্তাহের আগাম জামিন নেন। সোমবার জামিনের মেয়াদ শেষ হলে মঙ্গলবার দুপুরে চুয়াডাঙ্গা জেলা ও দায়রা জজ আদালতে আত্ম আত্মসমর্পণ করে জামিন চান তারা। কিন্তু বিচারক তাদের জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর আদেশ দেন।
কারাগারে পাঠানো বিএনপি নেতা-কর্মীরা হলেন- মো. রফিকুল ইসলাম তনু, মো. মোকারেম হোসেন, মো. মনিরুজ্জামান মনির, মো. আব্দুল, মো. মন্টু মিয়া, আবু সাঈদ বিশ্বাস, ইউসুব আলী, আব্দুল ওয়াহেদ, মো. মাসুদ রানা, মো. সুমন, মো. রফিক, মো. ওসমান গনি, মো. সামসুল আলম, মো. সামসুল আলম, ইদ্রিস আলী, মো. রুহুল আমীন ও মো. কুতুব উদ্দীন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com