
গাজীপুরে জাল রুপি ও টাকাসহ গ্রেপ্তার ৪
প্রকাশ: ২৮ মার্চ ২৩ । ২১:৩৮ | আপডেট: ২৮ মার্চ ২৩ । ২১:৩৮
গাজীপুর প্রতিনিধি

গাজীপুরে ভারতীয় জাল রুপি ও টাকাসহ চারজনকে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ। গতকাল সোমবার রাতে বিভিন্ন স্থান থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন– মাজহারুল ইসলাম সবুজ, আবু সালেক, সামিউল ইসলাম ও খোরশেদ আলম গিট্টু।
মহানগরের উপপুলিশ কমিশনার (ডিবি ও মিডিয়া) মোহাম্মদ ইব্রাহিম খান জানান, দক্ষিণ সালনা এলাকা থেকে প্রথমে মাজহারুল ইসলাম সবুজকে গ্রেপ্তার করা হয়। তাঁর কাছে থাকা শপিং ব্যাগ থেকে ১ লাখ ৭০ হাজার ভারতীয় জাল রুপি এবং ২ লাখ ২ হাজার জাল টাকার নোট উদ্ধার করে পুলিশ। একই সময় সামিউলকে ১ লাখ ৩০ হাজার জাল টাকাসহ গ্রেপ্তার করা হয়।
জিজ্ঞাসাবাদে তাঁরা স্বীকার করেন, জাল টাকা ও রুপি ঢাকার আশুলিয়া এলাকায় আলাউদ্দিন তৈরি করেন। তাঁর সহযোগী খোরশেদ আলম ক্রেতাদের কাছে সরবরাহ করেন। পরে পুলিশের একটি দল নগরের বাহাদুরপুর শিকদারবাড়ি এলাকায় অভিযান চালিয়ে গিট্টুর সঙ্গে থাকা সালেককে ধরে ফেলে। তখন গিট্টুর হাতে থাকা শপিং ব্যাগে ১ লাখ ৭৪ হাজার জাল রুপি ও ২ লাখ ৫২ হাজার জাল টাকা পাওয়া যায়।
এ ছাড়া সালেকের দেহ তল্লাশি করে লুঙ্গির পেছনে গোঁজা অবস্থায় ৯০ হাজার জাল টাকা উদ্ধার করা হয়। অভিযানে মোট ৩ লাখ ৪৪ হাজার ভারতীয় জাল রুপি ও ৬ লাখ ৯২ হাজার জাল টাকা উদ্ধার করা হয়েছে।
উপকমিশনার জানান, আলাউদ্দিন টাকা প্রস্তুত করে ধাপে ধাপে দেশের বিভিন্ন স্থানে সররবাহ করতেন। ঈদকে সামনে রেখে চক্রটি সারাদেশে জাল নোট তৈরি ও সরবরাহ করেছে। তাঁদের বিরুদ্ধে দেশের বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে। অন্য আসামিসহ মূল হোতাকে গ্রেপ্তারের চেষ্টা চলছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে সদর থানার বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়েছে।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com