চলে গেলেন নূরে আলম সিদ্দিকী

প্রকাশ: ২৯ মার্চ ২৩ । ১০:৩০ | আপডেট: ২৯ মার্চ ২৩ । ১১:২১

সমকাল প্রতিবেদক ও ঝিনাইদহ প্রতিনিধি

নূরে আলম সিদ্দিকী (ছবি-সংগৃহীত)

বঙ্গবন্ধুর ঘনিষ্ঠ সহচর, স্বাধীন বাংলা কেন্দ্রীয় ছাত্র সংগ্রাম পরিষদের আহ্বায়ক, ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাবেক এমপি নূরে আলম সিদ্দিকী মারা গেছেন। বুধবার ভোরে রাজধানীর ইউনাইটেড হাসপাতালে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। 

নূরে আলম সিদ্দিকীর ছেলে সংসদ সদস্য তাহজীব আলম সিদ্দিকীর পিএস রওশন আলী তাঁর মৃত্যুর তথ্য নিশ্চিত করেছেন। তিনি সমকালকে বলেন, মরদেহ হেলিকপ্টারে করে ঢাকা থেকে ঝিনাইদহের উদ্দেশে রওনা হয়েছে। বেলা ১১টায় পৌঁছানোর কথা। মরদেহ ঝিনাইদহ শহরের চাকলাপাড়ায় তাঁর বাড়িতে রাখা হবে। বাদ জোহর সরকারি বালক বিদ্যালয় মাঠে জানাজা হবে। জানাজা শেষে মরদেহ আবার ঢাকায় নেওয়া হবে। সাভারের জিনারীবাজারে নিজের তৈরি করা মসজিদে সর্বশেষ জানাজা শেষে সেখানেই তাঁকে দাফন করা হবে। 

নূরে আলম সিদ্দিকীর প্রেস সচিব অনিকেত রাজেশ জানান, বুধবার ভোর ৪টা ৩৭ মিনিটে নূরে আলম সিদ্দিকী মারা যান। আজ সকাল ১০টায় তার মরদেহ হেলিকপ্টারে করে ঝিনাইদহে নেওয়া হবে। সেখানে জানাজার পর বাদ আছর গুলশানের আজাদ মসজিদে তাঁর জানাজা হবে। এ সময় নূরে আলম সিদ্দিকীকে 'গার্ড অব অনার' দেওয়া হবে। 

নূরে আলম সিদ্দিকী একজন মুক্তিযোদ্ধা। ১৯৭৩-১৯৭৫ সাল পর্যন্ত তিনি যশোর-২ আসনের সংসদ সদস্য ছিলেন। তার জন্ম ১৯৪০ সালের ২৬ মে ঝিনাইদহ জেলায়। 

তিনি বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অংশগ্রহণসহ তৎকালীন নানা রাজনৈতিক কর্মকাণ্ডে সক্রিয় ভূমিকা রাখেন। ১৯৭০-১৯৭২ মেয়াদে তিনি ছাত্রলীগের সভাপতির দায়িত্ব পালন করেন।

১৯৭৩ সালের প্রথম জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ আওয়ামী লীগের প্রার্থী হিসেবে তৎকালীন যশোর-২ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন নূরে আলম সিদ্দিকী




© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com