
‘উস্কানিমূলক’ বক্তব্য না দেওয়ার শর্তে ‘শিশু বক্তা’ রফিকুলের জামিন
প্রকাশ: ২৯ মার্চ ২৩ । ১৩:২৭ | আপডেট: ২৯ মার্চ ২৩ । ১৪:২৯
সমকাল প্রতিবেদক

রফিকুল ইসলাম মাদানী। ফাইল ছবি
মাহফিলে রাষ্ট্রবিরোধী ও উস্কানিমূলক বক্তব্য না দেওয়ার শর্তে ডিজিটাল নিরাপত্তা আইনের চার মামলায় ‘শিশু বক্তা’ হিসেবে খ্যাত রফিকুল ইসলাম মাদানীকে (২৭) জামিন দিয়েছেন হাইকোর্ট। আজ বুধবার বিচারপতি মোস্তফা জামান ইসলাম ও বিচারপতি মো. আমিনুল ইসলাম সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এই আদেশ দেন। ফলে রফিকুল মাদানীর কারামুক্তিতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা।
রাষ্ট্রবিরোধী ও নানান উস্কানিমূলক বক্তব্যের কারণে ২০২১ সালের ৭ এপ্রিল রফিকুল ইসলাম মাদানিকে গ্রেপ্তার করে পুলিশ। পরে ৮ এপ্রিল তার বিরুদ্ধে ঢাকা ও গাজীপুরের বিভিন্ন থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা হয়। গ্রেপ্তারের পর থেকেই তিনি কারাগারে ছিলেন।
মিথ্যা, মানহানিকর তথ্য প্রকাশ এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতির মতো অপরাধে সহায়তার অভিযোগে মাদানীর বিরুদ্ধে মামলা করা হয়। গাজীপুরের টেকনাগপাড়া এলাকার বাসিন্দা মো. মোস্তাফিজুর রহমান এ মামলা করেন। একই অভিযোগে রাজধানীর মতিঝিল ও তেজগাঁও থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা দায়ের করে পুলিশ। এসব মামলায় বিচারিক আদালতে রফিকুল মাদানীর জামিন নাকচ করা হলে তিনি হাইকোর্টে জামিন চেয়ে আবেদন করেন।
গত ১ মার্চ মামলার শুনানি শেষে এক আদেশে হাইকোর্ট বলেন, ‘মামলার এজাহার, তার স্বীকারোক্তিমূলক জবানবন্দি, চার্জশিট যাচাই-বাছাই করে মাদানীকে জামিন দেওয়ার বিষয়ে আমরা একমত হতে পারেননি। তবে তিনি যদি ওয়াজ মাহফিল বা সভায় রাষ্ট্র ও সমাজ বিরোধী এবং বাংলাদেশের প্রচলিত আইন বিরোধী, ধর্মীয় সংঘাত সৃষ্টি করে এমন বক্তব্য দেওয়া থেকে বিরত থাকার মুচলেকা দেন, তাহলে আমরা তার জামিন বিবেচনা করতে পারি।’
এরই ধারাবাহিকতায় রফিকুল মাদানী হাইকোর্টে মুচলেকা দাখিল করেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com