আবাসিক হোটেলে গৃহবধূর মৃত্যু, প্রেমিক আটক

প্রকাশ: ২৯ মার্চ ২৩ । ১৫:৪৩ | আপডেট: ২৯ মার্চ ২৩ । ১৫:৪৩

কিশোরগঞ্জ প্রতিনিধি

প্রতীকী ছবি

কিশোরগঞ্জের নিকলী উপজেলায় একটি আবাসিক হোটেলে এক গৃহবধূর মৃত্যুর খবর পাওয়া গেছে। এ ঘটনায় আজ বুধবার দুপুরে প্রেমিককে আটক করেছে পুলিশ।

নিকলী থানার ওসি মনসুর আরিফ জানান, কটিয়াদী উপজেলার হমায়ুন (২৯) নামের এক যুবকের সঙ্গে কুলিয়ারচরের তামান্না (২২) নামের ওই গৃহবধূ নিকলীর ‘শিমুল কমপ্লেক্স’ আবাসিক হোটেলে বেড়াতে যান। বুধবার দুপুরে মুমূর্ষু অবস্থায় ওই গৃহবধূকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান প্রেমিক হুমায়ুন। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। খবর পেয়ে দুপরে প্রেমিককে আটক করে পুলিশ। তামান্নাকে শ্বাসরোধ করে হত্যার আলামত পাওয়া গেছে।

গৃহবধূর মরদেহ ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানোরও প্রস্তুতি চলছে। 

© সমকাল ২০০৫ - ২০২৩

সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ

টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com