
কাপ্তানবাজার ও ঠাটারী বাজারে ১০ ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা
প্রকাশ: ২৯ মার্চ ২৩ । ২০:২৭ | আপডেট: ২৯ মার্চ ২৩ । ২০:২৭
সমকাল প্রতিবেদক

ছবি: সমকাল
রাস্তা দখল করে দোকানপাট ও দোকানে পণ্যের মূল্যতালিকা না টাঙানোর দায়ে ১০ ব্যবসায়ীকে ৯৫ হাজার টাকা জরিমানা করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার রাজধানীর কাপ্তানবাজার ও ঠাটারী বাজারে এ অভিযান চালানো হয়। ডিএসসিসি সম্পত্তি কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. মনিরুজ্জামান অভিযান পরিচালনা করেন।
মো. মনিরুজ্জামান বলেন, ডিএসসিসির বাজারমূল্য পর্যবেক্ষণ, মনিটরিং ও নিয়ন্ত্রণ বিষয়ক স্থায়ী কমিটির সভাপতি শহিদ উল্লাহ মিনুর নেতৃত্বে নিত্যপ্রয়োজনীয় পণ্যের মূল্য নিয়ন্ত্রণ এবং সুষ্ঠ বাজার ব্যবস্থাপনা নিশ্চিত করতে নিয়মিত অভিযান চলছে। তারই অংশ হিসেবে এ অভিযান নিয়ম লঙ্ঘনকারী ব্যবসায়ীদের বিরুদ্ধে এ জরিমানা করা হয়েছে।
অভিযানকালে কাউন্সিলর আহমেদ ইমতিয়াজ মন্নাফী, কাউন্সিলর মাসুদুর রহমান মোল্লা এবং সংরক্ষিত আসনের কাউন্সিলর মাকসুদা শমশের, শাহিনুর বেগম, সেলিনা খান প্রমুখ উপস্থিত ছিলেন।
© সমকাল ২০০৫ - ২০২৩
সম্পাদক : আলমগীর হোসেন । প্রকাশক : আবুল কালাম আজাদ
টাইমস মিডিয়া ভবন (৫ম তলা) | ৩৮৭ তেজগাঁও শিল্প এলাকা, ঢাকা - ১২০৮ । ফোন : ৫৫০২৯৮৩২-৩৮ | বিজ্ঞাপন : +৮৮০১৭১৪০৮০৩৭৮ | ই-মেইল: samakalad@gmail.com